Download WordPress Themes, Happy Birthday Wishes

লাউতারো মার্টিনেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন ইন্টার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইটালিয়ান ফুটবলে জুভেন্টাসের একক আধিপত্যের অবসান ঘটেছে । সেটা ঘটিয়েছিল ইন্টার মিলান । দীর্ঘ নয় মৌসুম পর ২০২০-২১ মৌসুমে ইটালিয়ান সিরি ‘এ’ শিরোপা জুভেন্টাসের কাছ থেকে প্রথম ছিনিয়ে নিয়েছিল ইন্টার । গত মৌসুমেও জিতেছিল কোপা ইতালিয়া ট্রফি । আর চলতি বছর তো ‘ডাবল’ জয়ের সম্ভাবনায় উদ্দীপ্ত ইন্টার । যার প্রথমটি কোপা ইটালিয়া জয়ের মধ্য দিয়ে সার্থকতা পেয়েছে ।

বুধবার (২৪ মে) কোপা ইটালিয়ার ফাইনালে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্টিনাকে । জয় করেছে নিজেদের ইতিহাসের নবম কোপা ইটালিয়া ট্রফি । ইন্টার ছুঁয়েছে রোমার দ্বিতীয় সেরার রেকর্ড । কোপা ইটালিয়ায় সবচেয়ে বেশী ১৪বার চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস ।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইন্টারের জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ । তিনিই করেন জোড়া গোল ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্জেন্টাইন নিকোলাস গঞ্জালেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান । জাকুমা বোনাভেঞ্চুরার পাস থেকে গোলটি করেন তিনি ।

২৯ মিনিটে মার্সেলো ব্রাহোভিচের দুর্দান্ত পাসে গোল করেন লাউতারো মার্টিনেজ । ৩৭ মিনিটে আর্জেন্টিনার তারকার গোলটি ছিল মনে রাখার মতো । নিকো বারেল্লার ক্রসে তাঁর অ‍্যাক্রোবেটিক ভলি খুঁজে নেয় জাল ।

চলতি মৌসুমে অসাধারণ ছন্দে আছেন লাউতারো । সব মিলিয়ে ৫৪ ম্যাচে করেছেন ২৭ গোল । তাঁর অধিনায়কত্বে ইন্টার উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে । আর্জেন্টিনার হয়ে ডিসেম্বরে জিতেছেন বিশ্বকাপ । আগামী ১০ জুন ইস্তানবুলে ইউরোপের সেরা ক্লাব ট্রফি জয়ের লড়াইয়ে ইন্টারের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ।

আহাস/ক্রী/০০১