Download WordPress Themes, Happy Birthday Wishes

রোনালদোর অসাধারণ গোলে জিতলো আল নাসের

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আল নাসের শিবিরে আতংক ধরিয়েছিল আল শাবাব । দুই গোলে এগিয়ে যাওয়া শাবাবের বিরুদ্ধে নিশ্চিত পরাজয় চোখ রাঙানি দিচ্ছিল । যদিও শেষ পর্যন্ত দুর্দান্ত কামব্যাকে জয় ছিনিয়ে মাঠ ছেড়েছে আল নাসের । খেলার জয়সূচক গোলটি করে ক্রিস্টিয়ানো রোনালদো বাঁচিয়ে রেখেছেন লিগ ট্রফি জয়ের স্বপ্ন ।

মঙ্গলবার (২৩ মে) রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল নাসের ৩-২ গোলে হারিয়েছে আল শাবাবকে । লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা আল শাবাবকে হারিয়ে পেরিয়েছে বড় বাঁধা ।

নিজেদের মাঠে আল নাসের ৪০ মিনিটের মধ্য পিছিয়ে পড়ে দুই গোলে । খেলার ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আল শাবাবের আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্টিয়ান গুয়াঞ্চা । ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি নিজেই । চলতি মৌসুমে সৌদি পেশাদার লিগে ২৬ ম্যাচ খেলে ১৩ গোল করলেন গুয়াঞ্চা ।

দুই গোলে পিছিয়ে পড়ার পর নিশ্চিত পরাজয়ের আতংক ভর করে সমর্থকদের মনে । তবে প্রথমার্ধের শেষ মিনিটে ব্রাজিলিয়ান তালিস্কার গোলে ব্যবধান কমায় আল নাসের । চলতি আসরে ১৮ গোল করলেন ব্রাজিলিয়ান তারকা । যৌথভাবে গোলদাতা তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন তিনি । ২০ গোল করা ইত্তিহাদের আবদেররাজ্জাক হামাদাল্লাহ আছেন শীর্ষে ।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সমতা আনেন আবদেররাহমান ঘারিব । আট মিনিট পরেই দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন রোনালদো । সতীর্থের পাস ধরে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে ছিটকে ফেলেন তিনি । বক্সের বাইরে থেকে দারুণ শটে বল জড়িয়ে দেন জালে ।

সৌদি আরবের পেশাদার লিগে রোনালদো ১৫ ম্যাচে করলেন ১৪ গোল ।

আক শাবাবের বিপক্ষে জয়ে শিরোপার আশা বেঁচে রইলো আল নাসেরের । ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩ । আর শীর্ষে থাকা ইত্তিহাদের ৬৬ । ম্যাচ বাকী দুইটি করে । শেষ দুই ম্যাচে হোঁচট না খেলে আল ইত্তিহাদের ঘরেই যাবে লিগ শিরোপা ।

আহাস/ক্রী/০০২