Download WordPress Themes, Happy Birthday Wishes

যুব বিশ্বকাপে ব্রাজিলের বিশাল জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আর্জেন্টিনার মাটিতে চলছে ফিফা’র অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ । আসরে নিজেদের প্রথম ম্যাচেই ইটালির কাছে হেরে ধাক্কা খেয়েছে ব্রাজিল । তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিক রিপাবলিককে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেলেকাও যুবারা ।

বৃহস্পতিবার (২৫ মে) ‘ডি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল ৬-০ গোলে হারিয়েছে দুর্বল দল ডমিনিক রিপাবলিককে । গ্রুপের আরেক ম্যাচে নাইজেরিয়ার কাছে ০-২ গোলে পরাজিত হয়েছে ইটালি । ইটালি প্রথম ম্যাচে হারিয়েছিল ব্রাজিলকে ।

টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে নক আউট পর্বে নাম লিখিয়েছে আফ্রিকার প্রতিনিধি নাইজেরিয়া । দুই ম্যাচে ইটালি আর ব্রাজিলের পয়েন্ট তিন । তাদের নক আউট পর্ব এখনও নিশ্চিত না । আর দুই ম্যাচ হারা ডমিনিকানদের বিদায়-ঘণ্টা বেজে গেছে ।

ছয় গোলের বড় জয়ে ব্রাজিলের ছয়জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় লক্ষ্যভেদ করেছেন । যদিও প্রথম গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়ে ৩৭ মিনিট পর্যন্ত । গোল করেন হল্যান্ডের পিএসভি আইন্দহোভেনে খেলা সাভিনহো ।

পরের মিনিটেই স্যান্তসের ফরোয়ার্ড মার্কাস লিওনার্দো গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল । তিনি মাত্র ২০ বছর বয়সেই ব্রাজিলের অন্যতম সেরা দলের হয়ে পেশাদার ফুটবলে ১৪০ ম্যাচ খেলেছেন । করেছেন ৪১ গোল । প্রথম ম্যাচে ইটালির বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি ।

দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে ব্রাজিল । গোলগুলো করেন পেদ্রোসো , জিওভান্নি , মারলন গোমেজ আর ম্যাথিয়াস মার্টিনস ।

‘সি’ গ্রুপ থেকে টানা দুই জয়ে নক আউট পর্বে উঠে গেছে কলম্বিয়া । তারা দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে জাপানকে । একই গ্রুপের ইসরায়েল আর সেনেগালের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে । সেনেগাল আর ইসরায়েলের এটি প্রথম পয়েন্ট । জাপান প্রথম ম্যাচে হারিয়েছিল সেনেগালকে । আর ইসরায়েল হেরেছিল কলম্বিয়ার কাছে ।

আহাস/ক্রী/০০২