
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ক্যাসিমিরোকে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ত্রাণকর্তা’ বললেও ভুল হবে না । পুরো মৌসুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বুক চিতিয়ে লড়াই করেছেন দলের জন্য । নিজে গোল করেছেন । করিয়েছেন সতীর্থদের দিয়ে । যার ফলাফল পেয়েছে ম্যান ইউ হাতেনাতে । তারা পেয়েছে আগামী চ্যাম্পিয়ন্স লিগের টিকেট ।
বৃহস্পতিবার (২৫ মে) নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসিকে । এই জয়ে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট পাওয়া ম্যান ইউর আগামী চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত । ভেঙেছে সমান ম্যাচে ৬৬ পয়েন্ট পাওয়া লিভারপুলের স্বপ্ন । ইপিএল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।
ম্যান ইউর হয়ে চেলসির বিপক্ষে প্রথম গোল করেন ক্যাসিমিরো । পরবর্তীতে জালের দেখা পান এন্থনি মার্শাল , ব্রুনো ফার্নান্দেজ আর মার্কাস রাশফোর্ড । খেলার শেষ মিনিটে একটি গোল পরিশোধ করেন চেলসির হোয়াও ফেলিক্স ।
২০২২ সালের মে মাসে ক্যাসিমিরো জিতছিলেন ক্যারিয়ারের পঞ্চম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি । যার সব এসেছে রিয়েল মাদ্রিদের জার্সিতে । আর চলতি মে মাসে তিনি এনে দিলেন ম্যান ইউকে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট । ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বাইরে ছিল ম্যান ইউ । তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগ । এক মৌসুমের বিরতি দিয়ে আবার ইউরোপের সেরা আসরে ফিরছে ম্যান ইউ ।
ম্যান ইউর সাফল্যের মুল কারিগর ক্যাসিমিরো । পূর্ববর্তী মৌসুমেও ম্যান ইউ ছিল প্রতিপক্ষের কাছে নাজেহাল হওয়া দল । রক্ষণের সাথে আক্রমণভাগের তালমিল ছিল অধারাবাহিক । কিন্তু ক্যাসিমিরো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলে যোগ দেয়ার পর রক্ষণেও আসে আস্থা । মাঝমাঠ হয় নিখুঁত । রাফায়েল ভারানে আর ব্রুনো ফার্নান্দেজদের কমতি যেন দূর হয় ক্যাসিমিরোর আগমনে ।
২০২২-২৩ মৌসুমে ৪৯ ম্যাচে মাঠে নামা ক্যাসিমিরো করেছেন সাত গোল আর সমানসংখ্যক এসিস্ট । ম্যাচের সেরা হয়েছেন সব প্রতিযোগিতা মিলে আটবার । প্রিমিয়ার লিগের ম্যাচ প্রতি গড় রেটিং ৭.২০ । প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে তিনি শট নিয়েছিলেন ২৫টি । নিজ দলের খেলোয়াড় লক্ষ্য করে পাস দিয়েছেন ১২৭৩টি । পাস সার্থক হয়েছে ১০০৪টি । ১১৪ ট্যাকলে সফল হয়েছেন ৭৮বার । সাফল্যের হার প্রায় সত্তর শতাংশ ।
ক্যাসিমিরো প্রথম মৌসুমেই প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে ঝামেলায় জড়িয়ে বদনাম কুড়িয়েছেন । সব মিলিয়ে দেখেছেন ১৩ হলুদ আর দুই লাল কার্ড । এমনকি দুই দফায় ষাট ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন । যা চলতি মৌসুমে যে কোন খেলোয়াড়ের সবচেয়ে বাজে রেকর্ড ।একমাত্র খেলোয়াড় হিসেবে ইপিএলে দুইটি লাল কার্ড দেখেছেন । কিন্তু তবু তিনি ম্যান ইউর নির্ভরতা , ম্যান ইউর চলতি মৌসুমে অন্যতম সেরা খেলোয়াড় ।
এছাড়া যার কথা না বললেই না , তিনি মার্কাস রাশফোর্ড । ইংলিশ তারকা লাল জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩০ গোল আর ১১ এসিস্ট । ২০১২-১৩ মৌসুমে রবিন ফন পার্সির পর এই প্রথম দলটির কোনো খেলোয়াড় এক মৌসুমে এত গোল করতে পারলেন। তিনি ৯টি ম্যাচে পেয়েছেন সেরার পুরস্কার । যার মধ্যে প্রিমিয়ার লিগে ছয়টি । মৌসুমে হলুদ কার্ড দেখেছেন মোটে দুইবার । কোন লাল কার্ড নেই ।
আহাস/ক্রী/০০৩