
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ক্রীড়া লিমিটেড আর শেখ রাসেল ক্রীড়া চক্র । মঙ্গলবার (১৬) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল । বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি ।
ইতোমধ্যে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব । শক্তিশালী বসুন্ধরা কিংসকে প্রথম সেমিতে হারিয়ে ২০০৯ সালের পর প্রথমবার ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা পেয়েছে সাদাকালো শিবির । অথচ ফেডারেশন কাপের দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শিরোপা মোহামেডানের দখলে । কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যর্থতার সাগরে হাবুডুবু খাওয়া মোহামেডান ২০০৯ সালের পর ফেডারেশন কাপের শিরোপা জিততে পারে নি ।
ঢাকা আবাহনী ফেডারেশন কাপের শিরোপা জিতেছে সর্বোচ্চ ১২বার । ২০২১-২২ মৌসুমের ফেডারেশন শিরোপাও ঘরে তুলেছে তারাই । আবাহনীর সামনে ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার মিশন । অন্যদিকে শেখ রাসেল ২০১২ সালে একবারই ফাইনালে উঠে শিরোপা নিয়ে উল্লাস করেছিল । সেই মৌসুমে শেখ রাসেল ট্রেবল জিতেছিল ।
ইতোপূর্বে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হত নির্দিষ্ট সময়ে । টানা খেলায় শেষ হত টুর্নামেন্ট । মুলত ফেডারেশন কাপকে লিগ ফুটবলের আগে ওয়ার্ম আপ আসর হিসেবেই বিবেচনা করা হত । তবে চলতি মৌসুম থেকে ফেডারেশন কাপ বদলেছে নিজের বৈশিষ্ট্য । ইউরোপের বিভিন্ন ঘরোয়া কাপ টুর্নামেন্টের মতো ফেডারেশন কাপের খেলা অনুষ্ঠিত হচ্ছে মৌসুম জুড়ে । লিগ ম্যাচের ফাঁকে ফাঁকে । এটা বাংলাদেশের ফুটবলের জন্য নতুন এক অভিজ্ঞতা ।
চলতি ফেডারেশন কাপে অংশ নিয়েছিল ১১টি দল । ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবে আবাহনী পা রাখে কোয়ার্টার ফাইনালে । একই গ্রুপ থেকে সেরা দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছে শেখ রাসেল । গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে । জানুয়ারিতে চলমান পেশাদার লিগের প্রথম দেখাতেও আবাহনী বনাম শেখ রাসেলের ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে । কিন্তু আবাহনীকে সেমিফাইনালে হারিয়েই শেখ রাসেল মৌসুমের শুরুতে উঠেছিল স্বাধীনতা কাপের ফাইনালে । তাই আবাহনীর জন্য ম্যাচটি প্রতিশোধ নেয়ার মিশন ।
ফেডারেশন কাপের শেষ চারে আসার পথে আবাহনী কোয়ার্টার ফাইনালে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে । শেখ রাসেল হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ।
চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী পয়েন্ট টেবিলের দ্বিতীয় আর শেখ রাসেল আছে তিনে । কিন্তু শীর্ষে থাকা বসুন্ধরা প্রায় নিশ্চিত করে ফেলেছে শিরোপা । চলতি মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপ জিতেছে তারাই । তাই ফেডারেশন কাপই এখন আবাহনী , শেখ রাসেল আর মোহামেডানের জন্য একমাত্র ঘরোয়া শিরোপা জয়ের সুযোগ । বিশেষ করে দেশের অন্যতম সেরা দল আবাহনীর জন্য ফেডারেশন কাপ জিততে না পারা হবে ব্যর্থতা । তাদের থাকতে হবে ট্রফিহীন ।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস প্রতিশোধের কথা ভাবছেন না । তিনি কেবল জয়ের কথাই ভাবছেন । লেমস বলেন, ‘আমরা সেমিফাইনালে লড়াই করার জন্য প্রস্তুত আছি। সবাই যার যার জায়গা থেকে নিজেদের খেলাটা খেলতে পারলে জয় আসবেই। এছাড়া অনেক দিন পর মোহামেডানও ফাইনালে উঠেছে। আমরাও চাই তাদের বিপক্ষে ফাইনালে খেলতে।’
আবাহনী লিগের সর্বশেষ ম্যাচে হেরেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে । সেই ম্যাচ নিয়ে আবাহনীর পর্তুগীজ কোচ জানান , ‘ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আমাদের নিয়মিত কয়েকজনকে খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়েছিল । তবু আমার ছেলেরা দারুণ লড়াই করেছে । শেখ রাসেলের বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নামছি আমরা । আশা করছি ম্যাচ জিতেই সমর্থকদের খুশি রাখতে পারবো।’
আবাহনী শেখ রাসেলের চেয়ে দল হিসেবে সমৃদ্ধ , সন্দেহ নেই । বিদেশী হিসেবে দলে আছেন রাফায়েল আগুস্তো , এলিটা কিংসলে আর ড্যানিয়েল কলিন্দ্রেসরা । অন্যদিকে শেখ রাসেল খেলছে জামাল ভুঁইয়ার নেতৃত্বে । দলে আছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা , হেমন্ত ভিনসেন্ট , সোহেল রানা আর মোহাম্মদ ইব্রাহিমের মতো পরীক্ষিত দেশীয় তারকা । বিদেশী হিসেবে খেলছেন নাইজেরিয়ারন এমফোম উদো , আইভরি কোস্টের দিদিয়ের ব্রোসু । তাছাড়া চলতি মৌসুমে আবাহনীর বিপক্ষে তিনবারের দেখায় দুই ড্র আর এক জয়ে শেখ রাসেল নিজেদের শক্তির জানান দিয়ে রেখেছে ।
আহাস/ক্রী/০০৩