
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
আর্জেন্টিনার উঠতি তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম লুকা রোমেরো । মাত্র ১৮ বছর বয়সে খেলছেন ইটালির ল্যাৎজিওর মতো ক্লাবে । পেশাদার ফুটবলে নিজের ছাপ রাখা রোমেরো অংশ নিচ্ছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে । আর্জেন্টিনার হয়ে নজরও কাড়ছেন । অনেকেই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেখছেন তাঁর হাতে । ভাবছেন , রোমেরোর কল্যাণেই আর্জেন্টিনা জিতবে সপ্তম যুব বিশ্বকাপ ।
নিজ দেশের মাটিতে চলমান যুব বিশ্বকাপে আর্জেন্টিনা ছুঁতে চলেছে দুর্দান্ত গতিতে । গ্রুপ পর্বে টানা হারিয়েছে উজবেকিস্তান , গুয়েতেমালা আর নিউজিল্যান্ডকে । টানা তিন জয়ে উঠে গেছে নক আউট পর্বে । এখন পর্যন্ত তিন ম্যাচে আর্জেন্টিনা ১০ গোল করেছে । তিনটি করেছেন অ্যালেজো ভ্যালিজ । আর দুই গোল এসেছে রোমেরোর পা থেকে । এসিস্ট করেছেন একটি ।
রোমেরোর জন্ম মেক্সিকোতে । তাঁর বাবা একজন আর্জেন্টাইন । তিন বছর বয়সেই তিনি চলে আসেন স্পেনে । পেয়েছেন স্পেনের নাগরিকত্ব । তাই তাঁর সামনে খোলা আছে তিনটি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার । তবে তিনি বেছে নিয়েছেন বাবার দেশ আর্জেন্টিনাকে । ২০২২ সালের মার্চে আর্জেন্টিনার মুল দলের কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের জন্য ডেকেছিলেন লুকাকে । যদিও অভিষেক হয় নি সিনিয়র দলে । কিন্তু স্কালোনি জানিয়েছিলেন , ‘ লুকার ডিএনএতে ফুটবল মিশে আছে । সে অসাধারণ ফুটবলার । লুকা আর্জেন্টিনার হয়ে একদিন বিশ্ব মাতাবে । ‘
লুকা খেলেছেন আর্জেন্টিনার বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৫ আর অনূর্ধ্ব-১৭ দলে । বর্তমানে প্রতিনিধিত্ব করছেন অনূর্ধ্ব-২০ পর্যায়ে । যদিও বয়স এখনও ১৮ পেরুয়নি । কিন্তু রেকর্ড গড়েছেন স্প্যানিশ লা লিগায় । ২০২০ সালের ৫ জুন তাঁকে ডাকা হয় মায়োর্কার মুল দলের সাথে অনুশীলনে । মাত্র ১১ দিন পরেই তাঁকে রাখা হয় ভিয়ারিয়েলের বিপক্ষে স্কোয়াডে । যদিও সেইদিন মাঠে নামা হয় নি । কিন্তু খুব বেশী অপেক্ষাও করতে হয় নি তাঁকে । রিয়েল মাদ্রিদের পক্ষে ২৪ জুন তিনি মাঠে নামেন ইদ্রিসু বাবার বদলী হিসেবে । গড়েন নতুন ইতিহাস ।
মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে লা লিগায় অভিষেক হয় লুকা রোমেরোর । যে জন্য নিতে হয়েছে বিশেষ অনুমতি । তাতেই তিনি বনে যান লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ।ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, ৮০ বছর আগে, ১৯৩৯-৪০ মৌসুমে সেল্টা ভিগোর হয়ে পেশাদার ফুটবল খেলার আগের রেকর্ডটি গড়েছিলেন স্যানসন। তখন তার বয়স ছিল ১৫ বছর ২৫৫ দিন।
২০২১-২২ মৌসুম থেকে ল্যাৎজিও শিবিরে আছেন লুকা রোমেরো ।
রোমেরো মুলত খেলেন এটাকিং মিডফিল্ডার হিসেবে । রাইট উইঙ্গার হিসেবেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন । বল নিয়ে ছুটতে পারেন দ্রুতগতিতে । পায়ে ড্রিবলিং আর কারুকাজ অসাধারণ । উচ্চতা উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। কিন্তু তাঁর দুর্বলতা হচ্ছে তিনি বাম পায়ের খেলোয়াড় । বাম পায়েই তিনি নাকাল করেন প্রতিপক্ষকে । ঠিক যেমন করেন লিওনেল মেসি । উচ্চতা আর খেলার ধরণের কারণে অনেকেই রোমেরোকে আর্জেন্টিনার নতুন মেসি হিসেবে ডাকা শুরু করেছেন । কিন্তু রোমেরো নিজে নারাজ মেসি নামে পরিচিতি পেতে ।
ফক্স স্পোর্টসকে লুকা রোমেরো জানিয়েছেন , ‘ মেসির সাথে তুলনা খুব বিরক্তিকর । ফুটবলে আমি নিজের নামে পরিচিতি লাভ করতে চাই। সবাই আমাকে লুকা রোমেরো নামে চিনুক এটাই প্রত্যাশা।’
আহাস/ক্রী/০০২