Download WordPress Themes, Happy Birthday Wishes

ভিএআর কারসাজিতে দেয়া হয়েছে ভিনিসিয়াসের লাল কার্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ফুটবলে ‘বর্ণবাদী’ আচরণ অতীতের যে কোন সময়ের চেয়ে প্রকট আকার ধারণ করেছে । ইটালিতে রুমেলু লুকাকু , ফ্রান্সে কিংসলে কোম্যান ও অরেলিয়ান চুয়ামেনিরা বর্ণ-বিদ্বেষের শিকার হচ্ছেন প্রতিনিয়ত । জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল তো ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ।

সম্প্রতি ফুটবল বিশ্ব তোলপাড় ভিনিসিয়াস জুনিয়রের সাথে হওয়া বর্ণবাদী আচরণের ঘটনায় । স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে তাঁকে প্রবলভাবে উত্যক্ত করেন দর্শকরা । এক পর্যায়ে মাঠে অশ্রু সংবরণ করতে পারেন নি ব্রাজিলের কৃষ্ণাঙ্গ ফুটবলার । ম্যাচের শেষে মেজাজও হারান । অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে ঝামেলায় জড়িয়ে দেখেন লাল কার্ড ।

রিয়েল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের ঘটনা লাল কার্ডে শেষ হয় নি । গড়িয়েছে অনেক দূর । আসলে বহুদিন ধরেই লা লিগায় বর্ণবাদের শিকার ভিনি । বার্সেলোনা , এথলেটিকো মাদ্রিদ , মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদের মাঠে তিনি শিকার হয়েছেন বর্ণবাদী দর্শকদের বিরুপ আচরণের । ভ্যালেন্সিয়া ম্যাচের পর ভিনির বিপক্ষে লাগাতার বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানিয়েছে রিয়েল মাদ্রিদ । তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের বক্তব্য যেন আগুণে ঘি ঢালে ।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস ভিনিসিয়াসের দিকেই উল্টো তোপ দাগেন। তার মতে, দর্শকদের এমন আচরণের পেছনে ভিনিসিয়াসেরও দায় আছে। তিনি বলেছিলেন, ‘লা লিগার দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাও ভিনিসিয়াস। বর্ণবাদ নিয়ে লা লিগার করণীয় বিষয়ে আপনার কাছে আমাদের ব্যাখ্যা করা উচিত, সেহেতু আমরা সেই চেষ্টা করেছি। কিন্তু এর আগে দুই দফা আপনি দিনক্ষণ দিয়েও উপস্থিত হননি। সমালোচনা এবং লা লিগাকে অপমান করার আগে যথাযথভাবে নিজেকে জানাতে হবে। অন্যের দ্বারা পরিচালিত হবেন না।’

তেবাসের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ফুটবল বিশ্বে । অনেকেই তেবাসকেই বর্ণবাদী বলে অভিহিত করেছেন । শেষ পর্যন্ত লা লিগা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে স্পেন থেকে বর্ণবাদী আচরণ সমুলে উৎপাটন করার । ভিনির পাশে দাঁড়ায় ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ । পরিস্থিতির গুরুত্ব বুঝে ভোল পাল্টে ফেলেন লা লিগা সভাপতি । ক্ষমা চান ভিনিসিয়াসের কাছে ।

তেবাস জানান , ‘ ভিনিকে ব্যক্তিগত আক্রমণের কোন ইচ্ছে আমার ছিল না । আমি ভিনিসিয়াসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিসিয়াসই নন, যারা মনে করেন আমি ভিনিকে আক্রমণ করে বক্তব্য দিয়েছি, তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’

ভিনিসিয়াসের সাথে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে একান্ত বৈঠক করেছেন রিয়েল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ । তিনি ভিনির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা আর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন । প্রতিশ্রুতি দিয়েছেন বর্ণবাদের বিপক্ষে লড়াই করার ।

শোনা যাচ্ছিল , ভিনিসিয়াস হয়ত বর্ণবাদী আচরণে ত্যাক্ত হয়ে স্পেন ছাড়বেন । কিন্তু রিয়েল সভাপতির সাথে বৈঠকের পর ব্রাজিলিউয়ান উইঙ্গার জানিয়েছেন , তিনি রিয়েল মাদ্রিদ ছেড়ে কোথাও যাচ্ছেন না । তিনি সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে লড়বেন ।

ভিনিসিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে দর্শকদের আচরণের ভিডিও পেশ করেছেন । তাঁর বক্তব্য , ‘ভিডিও দেখে অপরাধী চিহ্নিত করা কঠিন না । কেনো স্পন্সররা লা লিগা কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করে না? টেলিভিশন চ্যানেলগুলো কেনো এসব বর্বরতা সম্প্রচার বন্ধ করে না? সমস্যাটি খুবই গুরুতর।এরা ফুটবলপ্রেমী নয়, অমানুষ।’

লা লিগা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়া শুরু করেছে ।ওই ঘটনায় তিন তরুণকে গ্রেফতারও করেছে স্প্যানিশ পুলিশ। প্রত্যাহার করা হয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পাওয়া ভিনির লাল কার্ড । বরখাস্ত হয়েছে ভিডিও   সহকারী রেফারি ।  ভিএআরে দেখা যায়, প্রতিপক্ষ খেলোয়াড় হুগো দুরোকে আঘাত করেছেন তিনি। কিন্তু ভিডিওটির শুরুর দিকের কিছু অংশ বাদ দিয়ে দেখানো হয়েছে। সেই প্রমাণ মিলেছে। স্পেনের রেফারিং কমিটি তাই পরবর্তী ম্যাচগুলোর জন্য বরখাস্ত করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফিসিয়াল ইগনাসিও ইগলেসিয়াস ভিলানুয়েভাকে।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভিডিও সহকারী  রেফারিও চান নি মাঠে ভিনিসিয়াস থাকুন । যে কারণে ভিডিও পুরো দেখানো হয় নি ।  ইচ্ছে করেই মুল রেফারির কাছে পেশ করেছেন কর্তিত ভিডিও । যা দেখে বিভ্রান্ত হয়েছেন রেফারি । 

আহাস/ক্রী/০০৫