
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
খেলোয়াড়রা কোন নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নন । তারা অনেকটা বনিকের মতো । নিজেদের খেলোয়াড়ি কুশলতা যাদের পণ্য । তারা এই পণ্য বিক্রি করেন বিশ্বের বিভিন্ন দেশে । যখন যেখান থেকে ডাক আসে । আর ফুটবলে ফুটবলার নামের পণ্য সারা পৃথিবীতে সবচেয়ে বেশী রপ্তানি করে ব্রাজিল । পিছিয়ে নেই ল্যাটিনের দেশ আর্জেন্টিনাও । ইউরোপের দেশ ফ্রান্স ফুটবলার রপ্তানির সংখ্যায় টক্কর দিচ্ছে ল্যাটিনের দুই পরাশক্তিকে ।
বর্তমান সময়ে ব্রাজিলের ১,২৮৯ ফুটবলার নিজ দেশের বাইরে খেলছেন । সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির রিপোর্ট অনুযায়ী খেলোয়াড় রপ্তানিতে শীর্ষে রয়েছে ব্রাজিল । ২০২২ সালে এই সংখ্যা ছিল ১,২১৯ জন । তখনও ফুটবলার রপ্তানিতে সবচেয়ে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ।
তালিকায় দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, যাদের ১ হাজার ৩৩ জন খেলোয়াড় বিভিন্ন দেশের ক্লাবে আছেন।
২০২২ সালে কাতারে বিশ্বকাপ ট্রফিজয়ী আর্জেন্টিনা আছে তিনে । আর্জেন্টিনার মোট ৯০৫ জন ফুটবলার খেলছেন বিদেশের মাটিতে । যার মধ্যে ৩০ বছরের বেশী বয়সের খেলোয়াড় সরবরাহে সবচেয়ে এগিয়ে আর্জেন্টিনা । বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলছেন, আর্জেন্টিনার এমন ৩১৭ জন খেলোয়াড়ের বয়স ৩০ বা এর বেশি। এই ক্যাটাগরিতে ৩০৮ জন খেলোয়াড় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। আর ফ্রান্সের খেলোয়াড় ২১৩ জন।
তরুণ খেলোয়াড়দের বিদেশে খেলতে পাঠানো দেশের শীর্ষে ফ্রান্স । অনূর্ধ্ব–২৩ বছর বয়সী ২০২ জন ফরাসি খেলোয়াড় বিশ্বের বিভিন্ন ক্লাবের মূল দলে খেলছেন। ফ্রান্সের পর এই তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। যাদের ১৭৪ জন অনূর্ধ্ব-২৩ বছর বয়সী খেলোয়াড় খেলছেন বিশ্বের বিভিন্ন ক্লাবে। আর্জেন্টাইন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের মধ্যে বিশ্বব্যাপী খেলছেন ৯২ জন।
মোট সংখ্যা বিবেচনায় ব্রাজিল শীর্ষে থাকলেও ২০১৭ সালের পর থেকে খেলোয়াড় সরবরাহে এগিয়ে গেছে ফ্রান্স। ২০১৭ সালে ফ্রান্সের খেলোয়াড় ছিল ৭৬৮ জন। ২৬৫ জন বেড়ে এখন সেই সংখ্যা ১০৩৩। ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশটি থেকে এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলোয়াড় আসার হার ৩৪.৫ শতাংশ। ২০১৭ সালে ব্রাজিলের খেলোয়াড় সংখ্যা ছিল ১১৭৭ জন। যা ১১২ জন বেড়ে এখন ১২৮৯।
বিদেশের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের শতকরা হারে তিনটি দেশের ফেডারেশনের অবস্থানের তারতম্য আছে। ফ্রান্সের শতকরা ৯০ শতাংশ খেলোয়াড় খেলছেন বিদেশের লিগে। আর্জেন্টিনা থেকে ৪৬.১ শতাংশ এবং ব্রাজিল থেকে বিদেশে খেলছেন ৩৫ শতাংশ ফুটবলার।
ফুটবলকেন্দ্রিক গবেষণা সংস্থা সিআইইএস এই তথ্য প্রকাশ করেছে। তারা ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত সময়কালকে বিবেচনায় নিয়ে বিশ্বব্যাপী ১৩৫টি লিগের (৮৩টি ইউরোপের এবং ৫২টি অন্য মহাদেশের) ওপর পর্যালোচনা চালিয়েছে। যেখানে রয়েছে ২ হাজার ২০০টি ক্লাবের মূল দলে খেলা ৬২ হাজার ৬১০ ফুটবলার। তাদের মধ্যে ১৪ হাজার ৪০৫ জনই প্রবাসী ফুটবলার, যারা জন্মভূমির বাইরে গিয়ে ফুটবল ক্যারিয়ার গড়েছেন।
আহাস/ক্রী/০০৩