Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের ফুটবল লিগে টানা তিনবার চ্যাম্পিয়ন হবার রেকর্ড আছে দুই জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব আর আবাহনী ক্রীড়া চক্রের । কিন্তু টানা চার মৌসুম লিগ শিরোপা জয়ের রেকর্ড ছিল না কারো । বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে সেই নজীর প্রথম গড়ে দেখালো । আবির্ভাবেই টানা চার মৌসুম পেশাদার লিগের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল বসুন্ধরা ।

শুক্রবার (২৬ মে) শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-৬ গোলে হারিয়েছে বসুন্ধরা । ম্যাচে একাই চার গোল করেছেন ব্রাজিলিয়ান ডরিয়েল্টন গোমেজ ।

একটা সময় ঢাকা কেন্দ্রিক ছিল বাংলাদেশের ফুটবল টুর্নামেন্ট । ঢাকার দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ । সেই আসরে ঢাকা আবাহনী প্রথম হ্যাট্রিক শিরোপা জিতেছিল ১৯৮৩-৮৫ পর্যন্ত । পরবর্তীতে মোহামেডান সেই রেকর্ড ভেঙ্গে গড়ে নতুন ইতিহাস । ১৯৮৬-৮৮ পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয় সাদাকালো শিবির । এই তিন মৌসুমে অপরাজিত ছিল মোহামেডান । যে রেকর্ড এখনও অক্ষুন্ন ।

২০০৭ সালে চালু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল । যা দেশের একমাত্র পেশাদার লিগ । সেই আসরে প্রথম তিনটি শিরোপা যায় আবাহনীর ঘরে । তবে মোহামেডান কিংবা আবাহনীর কেউ হ্যাট্রিক শিরোপাকে চারে নিতে পারে নি । যা করে দেখিয়েছে বসুন্ধরা । তিন ম্যাচ হাতে রেখেই তারা ঘরে তুলেছে ২০২৩ সালের বিপিএল ফুটবল ট্রফি ।

চলতি মৌসুমে বসুন্ধরা কিংস জিতেছে স্বাধীনতা কাপের শিরোপা । ফেডারেশন কাপে পেয়েছে তৃতীয় স্থান ।

এদিকে , দিনের অন্য ম্যাচে দুই চিরপ্রতিপক্ষ মোহামেডান এবং আবাহনীর ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ।

১১ দলের ২০ ম্যাচের লড়াইয়ে বসুন্ধরা কিংসের শিরোপা জয় নিশ্চিত । তারা পেয়েছে ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট । আবাহনী দ্বিতীয় স্থানে আছে সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে । অন্যদিকে মোহামেডান ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে ।

আহাস/ক্রী/০০৬