Download WordPress Themes, Happy Birthday Wishes

নেইমারকে ম্যান ইউতে আনার দায়িত্ব নিয়েছেন ক্যাসিমিরো

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০২৩-২৪ মৌসুমে ভাংতে পারে পিএসজির তারার হাট । দল ছাড়তে বাধ্য হচ্ছেন লিওনেল মেসি । নেইমারকেও রেখে দিতে খুব বেশী আগ্রহী না লে পেরিসিয়ানরা । বরং তারা খুঁজতে শুরু করেছে মেসি আর নেইমারের বিকল্প । মেসির সৌদি আরব আর নেইমারের ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থতায় ধৈর্যের বাঁধ ভেঙেছে পিএসজি কর্তাদের । নতুন মৌসুমের জন্য দলের পুনর্গঠনে মরিয়া তারা । আগামী মৌসুমে দলের কোচ হিসেবে যোগ দিতে পারেন রিয়েল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া জিনেদিন জিদান । তিনি কোচ হলে দল ছাড়তে হবে নেইমার জুনিয়রকে ।

নেইমারকে বিক্রির সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছে পিএসজি । ২০১৭ সালের আগস্টে ২২২ মিলিয়ন বিশ্বরেকর্ড ট্র্যান্সফার ফি’র বিনিময়ে তিনি বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে । ফ্রান্সের ক্লাবে তাঁর পারফর্মেন্স উড়িয়ে দেয়ার মতো না । সব মিলিয়ে ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল । ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে পিএসজি । যা ক্লাবটির ইউরোপিয়ান প্রতিযোগিতায় সেরা সাফল্য । খেলেছে পরবর্তী মৌসুমের সেমিতে । এছাড়া নেইমার পিএসজির হয়ে জিতেছেন তিনটি করে লিগ ওয়ান , ফ্রেঞ্চ কাপ আর ফ্রেঞ্চ সুপার কাপ । দুইটি ফ্রেঞ্চ লিগ কাপও আছে তাঁর ভাণ্ডারে ।

সমস্যা বাঁধিয়েছে নেইমারের ইনজুরি প্রবণতা । নেইমার ও চোট যেন একে অপরের পরিপূরক। ফুটবল বিশ্বে ব্রাজিলিয়ান তারকার মতো এমন দুর্ভাগা কমই আছেন, যাকে মাঠের চেয়েও বেশি মাঠের বাইরে থাকতে হয়। সম্প্রতি কাতারে ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার করিয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা। তাতে এ মৌসুমে আর তার মাঠে নামা হচ্ছে না, এটা নিশ্চিত। কবে নাগাদ ফিরবেন, সে বিষয়েও নেই কোনো নিশ্চয়তা। এমনটা অবশ্য নতুন কিছু নয় নেইমারের জন্য। গত দশ বছরে ৩০ বারের বেশি চোটে পড়েছেন তিনি। মাঠের বাইরে ছিলেন প্রায় ৯০০ দিন। মিস করেছেন প্রায় দেড় শতাধিক ম্যাচ।

সব প্রতিকুলতা স্বত্বেও নেইমার ফুটবল বিশ্বের বড় তারকা । তাই নেইমারকে পাওয়ার জন্য চেলসির মালিক টড বোহেলি নিজে বৈঠক করেছেন পিএসজির মালিক নাসের আল খেলাইফির সাথে । মোটামুটি চেলসিতে যোগ দেয়া নিশ্চিত ছিল নেইমারের । সুস্থ হয়ে তিনি লন্ডনের ক্লাবে মেডিক্যাল পরীক্ষা দেবেন , সিদ্ধান্ত ছিল এমন । কিন্তু চেলসির পরিকল্পনা ভেস্তে যেতে পারে ম্যান ইউর জন্য । ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়া রেড ডেভিলরা আগামী মৌসুমে নিজেদের স্কোয়াড আরও শক্ত করতে চায় । কোচ এরিক টেন হ্যাগের পছন্দের তালিকায় আছেন নেইমার । তাই ম্যান ইউ নেইমারকে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে ।

নেইমারের সেরা বন্ধুদের একজন ক্যাসিমিরো খেলছেন ম্যান ইউতে । জানা গেছে , ক্যাসিমিরোকে দায়িত্ব দেয়া হয়েছে নেইমারকে পিএসজি থেকে উড়িয়ে আনার ।

এই বিষয়ে টেন হ্যাগ বলেছেন , ‘ এখনও কোন কিছু নিশ্চিত না । সুখবর এলে আমরা নিজেরাই সবাইকে জানাব। ‘

অর্থাৎ ম্যান ইউ কোচ টেন হ্যাগ অস্বীকার করেন নি নেইমারকে আনার বিষয়ে ক্যাসিমিরোর দূতিয়ালির খবর ।

নেইমারকে পাওয়ার চেষ্টা করেছিল নিউ ক্যাসেল । কিন্তু তারা পিছিয়ে গেছে । দলের কোচ কোচ এডি হাউ রোনালদো-নেইমারের মতো খেলোয়াড়দের কেনার সামর্থ্য নেই বলে মন্তব্য করেন ।

আহাস/ক্রী/০০৪