
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটছে । উঠেছে ইরাকের এক খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ । এছাড়া লা প্লাতার ডেজলার নামের হোটেলে অবস্থান করা ইরাকের পুরো দলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এসেছে আর্জেন্টিনার পত্রিকায় ।
যুব বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়দের বয়স নিয়েও আছে সন্দেহ । বিশেষ করে এশিয়া আর আফ্রিকা মহামেদেশের ফুটবলারদের বয়স চুরির বিষয়টা অনেক পুরনো । অতীতে কয়েকটি দলের বিরুদ্ধে বেশী বয়সের খেলোয়াড় নামানোর অভিযোগ প্রমাণিত হয়েছে । সংশ্লিষ্ট ফেডারেশনকে ভোগ করতে হয়েছে নানা শাস্তি । চলমান যুব বিশ্বকাপেও নাইজেরিয়ার অধিনায়ক ড্যানিয়েল বামেয়ির বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙ্গুল ।
যুব বিশ্বকাপের জন্য নাইজেরিয়া যে খেলোয়াড় তালিকা জমা দিয়েছে , তাতে বামেয়ির নামের পাশে নিয়ম অনুযায়ী দেয়া হয়েছে ক্লাবের নাম । বামেয়ির ক্লাবের নাম বলা হয়েছে ইয়াম ইয়াম । গুগুলের উইকিতেও বামেয়ির ক্লাব হিসেবে বলা হয়েছে ইয়াম ইয়ামের কথা । অথচ সেই ক্লাবের কোন অস্তিত্ব খুঁজে পাচ্ছে না কেউ ! এমনকি গুগুল অনুসন্ধানেও পাওয়া যাচ্ছে না ক্লাবটি সম্পর্কে কোন তথ্য । এমনকি নাইজেরিয়ার গণমাধ্যমেও ইয়াম ইয়াম এফসি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি । খোদ নাইজেরিয়ার মানুষের জানা নেই ক্লাবটির অস্তিত্ব সম্পর্কে !
বামেয়ি ইতোমধ্যে নাইজেরিয়ার মুল জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন । খেলেছেন একটি ম্যাচ । ২০২২ সালে নভেম্বরে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি । তিনি ডাক পেয়েছেন গিনির বিপক্ষে আসন্ন আফ্রিকান নেশন্স কাপের কোয়ালিফাই ম্যাচে ।
সেন্টার-ব্যাক হিসেবে খেলেন বামেয়ি । বয়স ১৭ বছর । কম বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাঁর উপর বাড়তি আগ্রহ গণমাধ্যমের । কিন্তু তাঁর ক্লাব নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা । বলা হচ্ছে , ইয়াম ইয়াম এফজি আবুজা শহরের ক্লাব । কিন্তু ‘ওন গোল নাইজেরিয়া ডট কম’ উস্কে দিয়েছে বিতর্ক । তারা জানিয়েছে ইয়াম ইয়াম এফসি অস্তিত্বহীন ।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বামেয়ির বিষয়ে নড়েচড়ে বসেছে ফিফা ।
বিশ্ব যুব ফুটবলে ১৯৮৯ আর ২০০৫ সালের ফাইনালে খেলেছে নাইজেরিয়া । চলতি আসরে টানা দুই ম্যাচে হারিয়েছে ডমিনিক প্রজাতন্ত্র আর ইটালিকে । নাম লিখিয়েছে নক আউট পর্বে ।
আহাস/ক্রী/০০৪