
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
নিজেদের মাটিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের নক আউট পর্বে উঠে গেছে আর্জেন্টিনা । টানা দ্বিতীয় জয়ে নিশ্চিত হয়েছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের সেরা ষোল পর্ব ।
বুধবার (২৪ মে) স্যান্তিয়াগো ডেল স্ত্রেরো মাঠে আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় গুয়েতেমালাকে । এই জয়ে দুই ম্যাচ শেষে পুরো ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা পা রেখেছে নক আউট পর্বে ।
ম্যাচের ১৭ মিনিটে এলিজো ভেলিজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা । প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষেও প্রথম গোল করেছিলেন ভেলিজ ।
দ্বিতীয় দল আসে ৬৬ মিনিটে । গোলটি করেন আর্জেন্টিনার নতুন মেসি হিসেবে পরিচিত লুকা রোমেরো । ২০২১ সাল থেকে লুকা খেলছেন ইটালির বড় ক্লাব ল্যাৎজিওতে । চলতি মৌসুমেই ইটালিয়ান লিগের ৬ ম্যাচ খেলে করেছেন ১টি গোল ।
যোগ করা সময়ের অষ্টম মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন মেক্সিমো প্যারোনে । ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে তাঁর । খেলেছেন বোর্নমাউথের বিপক্ষে । যদিও পরবর্তীতে তাঁকে আর মাঠে নামান নি কোচ পেপে গার্দিওলা । এছাড়া পানামা আর কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি ডাক পেয়েছিলেন লিওনেল স্কোলানির স্কোয়াডে । তাঁকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের অন্যতম হিসেবে ধরা হচ্ছে ।
ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান । লাল কার্ড দেখেন আর্জেন্টিনার থমাস আভিলেস আর গুয়েতেমালার সান্তস ভার্গোস ।
আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে । নিউজিল্যান্ড প্রথম ম্যাচে গুয়েতেমালাকে হারিয়েছিল ১-০ গোলে । আর দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছে উজবেকিস্তানের সাথে ।
‘বি’ গ্রুপ থেকে নক আউৎ পর্বে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র । তারা টানা দ্বিতীয় জয় পেয়েছে ফিজিকে ৩-০ গোলে হারিয়ে । প্রথম ম্যাচে মার্কিনীদের কাছে হারা ইকুয়েডর পেয়েছে প্রথম জয়ের দেখা । তারা ২-১ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে । ইউরোপের দেশ স্লোভাকিয়া প্রথম ম্যাচে হারিয়েছিল ফিজিকে ।
আহাস/ক্রী/০০১