
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
স্প্যানিশ লা লিগায় যোগদানের প্রথম মৌসুমেই বাজীমাৎ করেছেন রবার্ট লেভেন্ডস্কি । বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা শিরোপা । ২২ গোল নিয়ে তিনি আছেন লা লিগা সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষায় । ১৭ গোল করা করিম বেঞ্জেমা আছেন দ্বিতীয় অবস্থানে । শেষ তিন ম্যাচে রিয়েল মাদ্রিদ তারকার পক্ষে লেভেন্ডস্কির সঙ্গে গোলের ব্যবধান মেটানো একটু বেশী কঠিন বলে মনে হওয়াই স্বাভাবিক ।
চলতি মৌসুমের শুরুতে লেভেন্ডস্কি যোগ দিয়েছেন বার্সেলোনায় । তাঁর উপস্থিতিতে বার্সেলোনা তিন মৌসুম পর জিতেছে লা লিগা । সেই হিসেবে লেভেন্ডস্কিকে ‘সৌভাগ্যবান’ বলা যায় অবশ্যই । কারণ পোলিশ স্ট্রাইকারের যেন লিগ শিরোপা জয় করাটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে । বার্সায় যোগ দেয়ার আগে টানা আট মৌসুম বায়ার্ন মিউনিখের হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি । যার শুরুটা হয়েছিল ২০১৪-১৫ মৌসুমে । সব মিলিয়ে টানা নয়টি লিগ শিরোপা এখন লেভেন্ডস্কির দখলে ।
একজন খেলোয়াড়ের জীবনে টানা নয়টি লিগ শিরোপা বিরাট ঘটনা । ফুটবলের কিংবদন্তীদের কারো এই রেকর্ড নেই । হোক তিনি পেলে , ম্যারাডোনা থেকে শুরু করে হালের ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি । তবে অবাক হলেও সত্যি , লেভেন্ডস্কির চেয়েও ভাগ্যবান খেলোয়াড় কিন্তু ইউরোপের শীর্ষ লিগেই বিদ্যমান । তাঁর নাম কিংসলে কোম্যান । তিনি গত ১০ মৌসুমে তিনটি ভিন্ন দলের হয়ে ১০টি লিগ টানা জিতেছেন ।
ফ্রান্সের উইঙ্গার কোম্যান ক্যারিয়ারের প্রথম লিগ শিরোপা জিতেছিলেন ২০১২-১৩ মৌসুমে । পরবর্তীতে ২০১৩-১৪ মৌসুমের শিরোপাও যায় তাঁর দখলে । তিনি তখন নিজ দেশের প্যারিস সেইন্ট জার্মেইতে । পরবর্তীতে জুভেন্টাসে ছিলেন তিন বছর । সেখানে টানা শিরোপা জয়ে ছিলেন । ২০১৭ সাল থেকে পাকাপাকিভাবে আছেন জার্মানির সবচেয়ে বড় দল বায়ার্ন মিউনিখে । সেখানেও ২০২১-২২ মৌসুম পর্যন্ত বায়ার্নের বুন্দেস লিগার ভাগীদার তিনি । অর্থাৎ ২০১২-১৩ মৌসুম থেকে ২০২১-২২ পর্যন্ত একটিবারের জন্য কোন দলেই তাঁকে লিগ শিরোপার বাইরে থাকতে হয় নি তাঁকে ।
টানা ১০টি লিগ শিরোপা জয়ের রেকর্ড আছে সার্বিয়ান লুবোমির ফেসার । ২০০৮-০৯ মৌসুম থেকে নিজ দেশের পের্টিজান ক্লাবের হয়ে হ্যাট্রিক লিগ শিরোপা জিতেছেন । পরবর্তী তিন মৌসুম খেলেছেন গ্রীসের অলিম্পিয়াকোসে । সেখানেও মালিক হয়েছেন তিনটি লিগ শিরোপার । গ্রীস থেকে ফেসারের ঠিকানা হয় পর্তুগালের বেনফিকায় । সেখানেও টানা চারটি পর্তুগীজ লিগ জয়ে করেন তিনি ।
টানা লিগ শিরোপা জয়ের দৌড়ে কোম্যান আর ফেসারের চেয়ে পিছিয়ে আছেন লেভেন্ডস্কি । কোম্যান চলতি মৌসুমেও আছেন বায়ার্নে । চলতি মৌসুমে বায়ার্ন বুন্দেস লিগা জিতলে কোম্যান গড়বেন অনন্য রেকর্ড । এককভাবে মালিক হবে টানা ১১টি লিগ শিরোপার ।
চিলির আর্তুরো ভিদালের টানা আটটি লিগ শিরোপা জয়ের কৃতিত্ব আছে । জুভেন্টাস , বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনার হয়ে লিগ জিতেছিলেন তিনি ।
আহাস/ক্রী/০০৫