
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
নিজ দেশের মাটিতে ২৩তম অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করেছে আর্জেন্টিনা । স্বাগতিকরা প্রথম ম্যাচেই হারিয়েছে এশিয়ার প্রতিনিধি উজবেকিস্তানকে ।
রবিবার (২১ মে) গ্রুপ ‘এ’ ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে । ম্যাচের ২৩ মিনিটে মাখামাজানভের গোলে লিড নেয় উজবেকরা ।
স্যান্তিয়াগো ডেল স্ত্রারো স্টেডিয়ামে সমতা আনতে দেরী করে নি আর্জেন্টিনা । চার মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান ১৯ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড আলেজো ভেলিজ ।
প্রথমার্ধের ৪১ মিনিটে ভ্যালেন্টিন কারবোনির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা । কারবোনি বর্তমানে ইউরোপের নিজের প্রতিভার প্রমাণ দিচ্ছেন । এই এটাকিং মিডফিল্ডার ইটালির সিরি ‘এ’তে খেলেছেন ইন্টার মিলানের জার্সিতে পাঁচ ম্যাচ । তাঁকে আগামী দিনে আর্জেন্টিনার অন্যতম বড় তারকা হিসেবে ধরা হচ্ছে ।
দ্বিতীয়ার্ধে এক গোলের লিড ধরে রাখে আর্জেন্টিনা । হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা মাঠ ছাড়ে জয় নিয়ে । একই গ্রুপের আরেক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে গুয়েতেমালা ।
‘বি’ গ্রুপেও অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচ । মার্কিন যুক্তরাষ্ট্র ১-০ গোলে জিতেছে ইকুয়েডরের বিপক্ষে । এছাড়া স্লোভাকিয়া ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিজিকে ।
চলতি বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মুল আয়োজক ছিল ইন্দোনেশিয়া ।কিন্তু ইসরায়েল সংকটে তাদের স্বাগতিক মর্যাদা কেড়ে নেয় ফিফা । টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হয় আর্জেন্টিনা । যদিও আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার বাছাই পেরুতে পারে নি । কিন্তু স্বাগতিক হিসেবে পেয়ে গেছে শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলার সুযোগ । তবে আসরে সবচেয়ে বেশী ছয়বার শিরোপা জয়ের রেকর্ড আছে জুনিয়র আলবেসেলেস্তেদের ।
আহাস/ক্রী/০০৪