Download WordPress Themes, Happy Birthday Wishes

জুভেন্টাস থেকে দুই আর্জেন্টাইনকে তাড়ানোর দাবী !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ভিনিসিয়াস জুনিয়রের সাথে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার সমর্থকদের বর্ণবাদী আচরণে তোলপাড় ফুটবল-বিশ্ব । ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্ণবাদী হেনস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ । পাশে দাঁড়িয়েছে ভিনিসিয়াসের ক্লাব রিয়েল মাদ্রিদ । লা লিগা কর্তৃপক্ষ আর স্পেনের পুলিশও ব্যবস্থা নিতে শুরু করেছে দোষীদের বিরুদ্ধে । এছাড়া কিলিয়ান এমবাপ্পে , রোনাল্ডো নাজারিওর মতো খেলোয়াড়রা সংহতি জানিয়েছেন ভিনিসিয়াসের সাথে ।

এদিকে , জুভেন্টাসের সমর্থকরা হঠাৎ করেই হয়ে উঠেছেন আনহেল ডি মারিয়া বিদ্বেষী । এমনিতেই ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে । দলবদলে খেলোয়াড়দের সাথে চুক্তির সময় আর্থিক বিষয়ে মিথ্যা তথ্য দেয়ায় তাদের ১০ পয়েন্ট কেঁড়ে নিয়েছে ইটালির ফুটবল ফেডারেশনের আপিল বিভাগ। ১০ পয়েন্ট হারিয়ে জুভেন্টাস নেমে গেছে পয়েন্ট টেবিলের সাতে । তারা খেলতে পারবে না আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে । এমনকি , দ্বিতীয় সারির ইউরোপা লিগেও তাদের অংশগ্রহণ নিয়ে আছে শংকা ।

দলের বিপর্যয়ে স্বাভাবিকভাবে মন খারাপ জুভেন্টাস সমর্থকদের । এর মধ্যেই আনহেল ডি মারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন নিজের পরিবারের ছবি । ইন্সটাগ্রামে পরিবারের সাথে ডি মারিয়ার হাস্যোজ্জ্বল ছবি ভালভাবে নেয় নি জুভেন্টাস সমর্থকরা । তারা তীব্র ক্ষোভ জানিয়েছেন ডি মারিয়ার প্রতি ।

জুভেন্টাস সমর্থকদের বক্তব্য , দলের বিপর্যয়ের সময় ডি মারিয়া কিভাবে এত আনন্দে থাকেন !

অথচ ডি মারিয়া ইন্সটাগ্রামে পোস্টটি খুব সম্ভবত করেছিলেন হতাশা থেকেই । কারণ ক্যাপশানে তিনি লিখেছিলেন , ‘ সব সময় আমার পাশে থাকার জন্য তোমাদের ধন্যবাদ । পারিবারিক জীবনে ভালবাসা খুব জরুরী । যা সাহস যোগায় । আমি আমার পরিবারকে সবচেয়ে বেশী ভালবাসি। ‘

জুভেন্টাসের সাম্প্রতিক বিপর্যয়ে দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ডি মারিয়ার মন খারাপ হওয়াই স্বাভাবিক । হয়ত মনের অবসাদ দূর করতেই পোস্ট করেছিলেন তিনি । কারণ স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত মানুষ চায় কাছের স্বজনদের কাছ থেকে সান্ত্বনা পেতে । ডি মারিয়া সেটাই করেছিলেন । কিন্তু ডি মারিয়ার প্রচেষ্টা ভালভাবে নেয় নি জুভেন্টাস সমর্থকরা । তারা উল্টো দলের বিপর্যয়ে সুখে আছেন বলে ধুয়ে দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গারকে ।

জুভেন্টাস সমর্থকরা শুধু ডি মারিয়া নয় , আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারাদেসের প্রতিও ছড়িয়েছেন বিদ্বেষ । ইন্সটাগ্রামে দুই খেলোয়াড়কে ‘ভাড়াটে’ বলে উল্লেখ করেন তারা । ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলেছেন কেউ কেউ । তারা লিখেছেন , ‘ ডি  মারিয়া আর পারাদেস , তোমরা বেরিয়ে যাও । দলের প্রতি তোমাদের কোন ভালবাসা নেই । ‘ 

স্বাভাবিকভাবেই ক্লাব সমর্থকদের বক্তব্যে হতাশ ডি মারিয়া । একজনের মন্তব্যের প্রতিক্রিয়ায় লিখেছেন , ‘ খেলোয়াড়রা নিজেদের উজার করে দেয় দলের জন্য । আমরা মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি । কিন্তু কিছু সমর্থক শুধু সুসময়ে হাজির হয় । আপনারা সুসময়র বন্ধু । ‘

যদিও ডি মারিয়া পরবর্তী সময়ে নিজের কমেন্ট রিপ্লাই মুছে দিয়েছেন । কিন্তু আগেই তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে । মারিয়ার স্ত্রী কার্ডোসোও চুপ থাকেন নি । লিখেছেন , ‘ সে (ডি মারিয়া) দলের কোচ না । সে খেলোয়াড় । মাঠে নিজের সর্বোচ্চ পারফর্মেন্স দেয় । আপনারা চুপ করুন ।আপনাদের কি  খেলোয়াড়দের বিরোধিতা করতে  টাকা দেয়া হয় ? পারলে আপনারা কর্মকর্তাদের ধরুন । ‘

চলতি মৌসুমের শুরুতে এক বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দেন ডি মারিয়া । সম্ভাবনা ছিল নতুন চুক্তি করার । কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনার ফরোয়ার্ড নিজেই রাজী না তুরিনে অবস্থান করতে । তিনি ছাড়তে চান ক্লাব । তাঁর সাথে লিয়েন্দ্রো পারাদেসও নতুন ঠিকানা খুঁজছেন বলে জানিয়েছে ইটালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ।

আহাস/ক্রী/০০১