Download WordPress Themes, Happy Birthday Wishes

ক্যাসিমিরো ইপিএলের সবচেয়ে ‘অভদ্র’ ফুটবলার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

শেষ হতে চলেছে ২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ । ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি নিশ্চিত করেছে টানা তৃতীয় শিরোপা । আর্সেনালের রানার্স আপ হওয়াও নিশ্চিত । সাথে নিউ ক্যাসেল ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়েও কোন সন্দেহ নেই । সেরা চার দলের একটি হিসেবে ম্যাগপাই’রা যাচ্ছে ইউরোপের সেরা আসরে ।

ইপিএলের চতুর্থ দল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগ প্রায় নিশ্চিত । ৩৬ ম্যাচ শেষে রেড ডেভিলদের পয়েন্ট ৬৯ । পঞ্চম স্থানে থাকা লিভারপুল পেয়েছে ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট । শেষ দুই ম্যাচে এক পয়েন্ট পেলেই এরিক টেন হ্যাগের দল পাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট ।

এদিকে , ব্যক্তিগত পারফর্মেন্সে সবাইকে ছাড়িয়ে গেছেন ম্যান সিটির আর্লিং হাল্যান্ড । তাঁর গোলের সংখ্যা ৩৬ । ইতোমধ্যেই গড়েছেন পিরমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশী গোলের রেকর্ড । তিনি চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপের সেরা গোলদাতার পুরস্কারটাও পাচ্ছেন ।

এদিকে , চলমান ইপিএলে নিজের প্রথম মৌসুমেই মাথা গরম করে নজর কেড়েছেন ক্যাসিমিরো । ম্যান ইউর হয়ে তিনি চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে খেলেছেন ২৬ ম্যাচ । গোলও করেছেন তিনটি । পরিণত হয়েছেন ম্যান সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়ে । কিন্তু একই সাথে সাতটি হলুদ আর দুইটি লাল কার্ডও দেখেছেন । যা চলতি মৌসুমে যে কোন খেলোয়াড়ের সবচেয়ে বাজে রেকর্ড ।

২০২২-২৩ মৌসুমে সবচেয়ে বেশী ১৩টি হলুদ কার্ড দেখেছেন ফুলহ্যামের হোয়াও পালিনহা । কিন্তু এই পর্তুগীজ মিডফিল্ডার কোন লাল কার্ড দেখেন নি । নিউ ক্যাসেলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিংটন দেখেছেন ১২ হলুদ কার্ড । তারও নেই কোন লাল কার্ড । উলভারহ্যাম্পটন মিডফিল্ডার রুবেন নেভেসকেও ১২টি হলুদ কার্ড দেখতে হয়েছে । কিন্তু মাঠ থেকে বহিষ্কার হন নি কোন ম্যাচে ।

লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে , প্রিমিয়ার লিগে মিডফিল্ডাররাই কার্ড পাওয়ায় সবচেয়ে এগিয়ে । এমনকি ব্রাজিলের আরেক মিডফিল্ডার ফ্যাবিনিও দেখেছেন ১১টি হলুদ কার্ড । তিনিও দেখেন নি কোন লাল কার্ড । এছাড়া বেশী হলুদ কার্ড তালিকায় রয়েছে ব্রাজিলিয়ান আধিপত্য ।

চলমান মৌসুমে ক্যাসিমিরো একমাত্র খেলোয়াড় হিসেবে দুইটি লাল কার্ড দেখেছেন । সাথে হলুদ কার্ড সাতটি । মার্চে সাউথহ্যাম্পটনের বিপক্ষে লাল কার্ডের ঘটনায় চার ম্যাচ নিষেধাজ্ঞা পান তিনি । ফেব্রুয়ারিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও দেখেন লাল কার্ড । পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা । যা চলতি মৌসুমে আর কারো নেই । খেলোয়াড়দের সাথে মারামারি আর গলা টিপে ধরার মতো কাণ্ড করে তিনি হয়েছেন সমালোচিত । ম্যান ইউ চলতি মৌসুমে দুইটি লাল কার্ড দেখেছে । দুটোই ক্যাসির কল্যাণে । সব মিলিয়ে প্রিমিয়ার লিগে মাত্র ২৬ ম্যাচে মাঠে নেমেই লজ্জার রেকর্ড নিজের করে নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার । 

ক্যাসিমিরো বিভিন্ন ক্লাবের হয়ে ক্যারিয়ারে হলুদ কার্ড দেখেছেন ১৪৪টি । তবে লাল কার্ডের অভিজ্ঞতা চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এসেই । 

দলগতভাবে লাল কার্ড পাওয়ার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে উলভস । তাদের মোট পাঁচজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন । এছাড়া তিনটি করে লাল কার্ড আছে চেলসি , ক্রিস্টাল প্যালেস আর টটেনহ্যামের । আর্সেনাল , বোর্নমাউথ , ব্রাইটন , নটিংহ্যাম ফরেস্ট , সাউথহ্যাম্পটন আর ওয়েস্ট হ্যামের কোন খেলোয়াড় লাল কার্ডের খাঁড়ায় পড়েন নি ।

দলগতভাবে সবচেয়ে বেশী ৮০টি হলুদ কার্ড দেখেছে ক্রিস্টাল প্যালেস ।

আহাস/ক্রী/০০৩