
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলতি আইপিএল-এ শনিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্ট। ক্রুণাল পাণ্ডিয়ার দল প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত। কিন্তু প্রশ্নটা নাইটদের নিয়ে। নাইটরা কি শেষ পর্যন্ত প্লে-অফে যেতে পারবেন, নাকি আইপিলএল-এর আসর থেকে এবারের মতো বিদায় নেবে নীতিশ রানার কোলকাতা ?
প্রশ্নের উত্তরটা এখনই দেওয়া সম্ভব হবে না। কারণ শনিবারের ম্যাচটা যতটা না ভাইটাল ক্রুণালদের কাছে, তার থেকে বেশি ভাইটাল নীতিশ রানাদের কাছে। কেননা, এই মুহূর্তে লিগ টেবিলে ৩ নম্বর স্থানে রয়েছে লখনউ। আর নাইটরা রয়েছে সাত নম্বর স্থানে। লখনউ-এর পয়েন্ট সংখ্যা ১৫। আর নাইটদের ১২। শনিবারের ম্যাচে যদি নাইটরা জিতে যায় তাহলে তাঁদের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে রবিবার-এর ম্যাচে সানরাইজার্সকে হারাতেই হবে মুম্বইকে এবং বিরাটদের হারতেই হবে গুজরাটের কাছে। তবেই কিন্তু যাওয়া সম্ভব নাইটদের। মুম্বই এবং আরসিবি দুটি দলই যদি জিতে যায় তাহলে তারা ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। কাজেই নাইটদের সেক্ষেত্রে বিদায় নিতে হবে খালি হাতেই।
শুধু পয়েন্টের দিকে তাকালেই হবে না, নাইটদের বর্তমান যা রানরেট তাতে নীতিশ রানা মাইনাসে আছেন। তাই সেই রানরেট মাইনাস থেকে প্লাসে করতে গেলে নাইটদের বড় ব্যবধানে বিশেষ করে ১০ ওভারের মধ্যেই জিততেই হবে। না হলেই বিপদ। তবুও কঠিন সময়ে নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানান, লখনউ ভালো দল সন্দেহ নেই। শনিবার আমরা ডু-অর ডাই ম্যাচে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। আগের ম্যাচে চেন্নাইকে হারিয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। কাজেই শনিবার ঘরের মাঠে ম্যাচ জিতেই মাঠ ছাড়ার ইচ্ছা আমাদের রয়েছে।
অন্য দিকে ক্রুণাল পাণ্ডিয়ারও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। ম্যাচটা জিতেই সেফ থেকেই প্লে-অফের ছাড়পত্র আদায় করতে চাইছেন লখনউ সুপার জায়ান্টস। কাজেই সব মিলিয়ে বলা যেতেই পারে শনিবার আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছে কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
আহাস/ক্রী/০০৪