Download WordPress Themes, Happy Birthday Wishes

কে হচ্ছেন ২০২৩ সালের আইপিএলের সেরা ক্রিকেটার ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ 

দেখতে দেখতে শেষের পথে ষোড়শ আইপিএল । ভারতের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি লিগের পর্দা নামছে রবিবার (২৮ মে) ফাইনালের মধ্য দিয়ে । ফাইনালে শিরোপা লড়াইয়ে মাঠে নামছে গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস । চেন্নাই আইপিএলের অন্যতম সফল দল । মহেন্দ্র সিং ধোনির অধীনে তারা শিরোপা জিতেছে চারবার । অন্যদিকে গুজরাট প্রথম আবির্ভাবেই বাজীমাৎ করেছে ২০২২ সালে ।

চলমান আইপিএলে চেন্নাই নাকি গুজরাট শেষ হাসি হাসবে বুঝা যাবে একদিন পরেই । কিন্তু সেরা খেলোয়াড় কে হবেন , সেটা নিয়েও আগ্রহ কম না । রানের বিচারে আইপিলে সবার উপড়ে আছেন শুভমান গিল । তিনি ১৬ ম্যাচের ১৬ ইনিংসে করেছেন ৮৫১ রান । সেঞ্চুরি তিনটি আর হাফসেঞ্চুরি চারটি । গুজরাটের হয়ে তিনি ফাইনালে খেলবেন । তাই তাঁর রানের সংখ্যা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না ।

দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরুর ফাফ ডু প্লেসি করেছেন ৭৩০ রান । একই দলের বিরাট কোহলির উইলো থেকে এসেছে ৬৩৯ রান । তারা কেউই নেই ফাইনালে ।

ফাইনালে খেলবেন চতুর্থ সেরা রানের ডেভন কনওয়ে । তিনি করেছেন চেন্নাইয়ের হয়ে ৬২৫ রান । কিন্তু তাঁর সাথে শীর্ষে থাকা শুভমানের ব্যবধান অনেক বেশী । তাঁকে পেছনে ফেলতে ডাবল সেঞ্চুরি হাঁকাতে হবে কনওয়েকে । যা প্রায় অসম্ভব । তাই আসরের সেরা রান সংগ্রহকারী শুভমান গিল ম এই নিয়ে কোন সন্দেহ নেই ।

উইকেট দখলে সবচেয়ে এগিয়ে মোহাম্মদ শামি । তিনি দখলে নিয়েছেন ২৮ উইকেট । ২৭ উইকেট পেয়েছেন আফগান স্পিনার রাশিদ খান । এছাড়া মোহিত শর্মা শিকার করেছেন ২৪ উইকেট । তিন খেলোয়াড়ই খেলছেন গুজরাটের হয়ে । গুজরাটের ফাইনালে ওঠার পেছনে রেখেছেন বড় অবদান । তবে শুভমান গিলের ব্যাটের সাথে কোন প্রতিদ্বন্দ্বিতা নেই কারো । সেই কারণে ২০২৩ সালের আইপিএলের সেরা খেলোয়াড় যে শুভমান গিল হচ্ছেন , সেটাও অনেকটা নিশ্চিত ।

আহাস/ক্রী/০০৬