Download WordPress Themes, Happy Birthday Wishes

কিলিয়ান এমবাপ্পের পথের কাঁটা লেকাজেত্তে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইউরোপের অন্যতম সেরা স্কোয়াড নিয়েও পিএসজি বিবেচিত হয়ে আসছে ব্যর্থ দল হিসেবে । নিজ দেশে রাজত্ব করা ক্লাবটি ইউরোপে কখনও সাফল্য পায় নি । চলতি মৌসুমে তো ফ্রেঞ্চ লিগ ওয়ান ছাড়া অন্য কোন ট্রফি জয়েরও সম্ভাবনা নেই ।

চলতি মৌসুমে লিগ ওয়ানে পিএসজির একক আধিপত্য বজায় থাকে নি । ৩৫ ম্যাচে তারা পেয়েছে ৮১ পয়েন্ট । হেরেছে ছয়টি ম্যাচ আর ড্র তিনটি । তা স্বত্বেও পিএসজির লিগ শিরোপা জয় এখন শুধু সময়ের ব্যাপার । কারণ দ্বিতীয় স্থানে লেন্স পেয়েছে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট । বাকী তিন ম্যাচে চার পয়েন্ট পেলেই পিএসজির লিগ শিরোপা নিশ্চিত । আর লেন্স যদি পয়েন্ট হারায় , তাহলে পিএসজির পথ হয়ে যাবে আরও সহজ ।

পিএসজির লিগ শিরোপা নিশ্চিত হলেও অনিশ্চিত কিলিয়ান এমবাপ্পের শ্রেষ্ঠত্ব । ২০১৮-১৯ থেকে টানা চার মৌসুম এমবাপ্পে জিতেছেন ফ্রান্স লিগের সেরা গোলদাতার পুরস্কার । করোনা মহামারীর কারণে ২০১৯-২০ মৌসুমে মাঝপথে বাতিল হয় লিগ ওয়ান । মাঝপথে থাকা পয়েন্টের ভিত্তিতে ঘোষণা করা হয় লিগ চ্যাম্পিয়ন । সেই আসরে এমবাপ্পে যৌথভাবে সেরা গোলদাতা হয়েছিলেন উইসাম বেন ইয়েডারের সাথে । দুজনেই করেছিলেন ১৮টি করে গোল । তবে বেন ইয়েডার খেলেছিলেন ২৬ ম্যাচ আর এমবাপ্পে ২০ম্যাচ ।

২০১৯-২০ মৌসুম বাদ দিলে এমবাপ্পে লিগ ওয়ানে চালিয়ে যাচ্ছেন একক রাজত্ব । কিন্তু চলতি মৌসুমে তাঁকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছেন আলেজান্দার লেকাজেত্তে । দুইজনেই এখন পর্যন্ত করেছেন ২৬টি করে গোল । কিন্তু অলিম্পিক লিও’র তারকা লেকাজেত্তের এসিস্ট পাঁচটি আর এমবাপ্পের চারটি । শেষ  পর্যন্ত গোলের সংখ্যা সমান থাকলে এসিস্ট বিবেচনায় দেয়া হবে  সেরা গোলদাতার পুরস্কার । যেখানে খানিকটা এগিয়ে লেকাজেত্তে । 

অবশ্য  এমবাপ্পের ম্যাচ বাকী তিনটি । আর লেকাজেত্তের দুইটি । একটি ম্যাচ বেশী থাকায় এমবাপ্পের টানা পঞ্চম  লিগ ওয়ানের ‘গোল্ডেন বুট’ জয়ের সুযোগও  বেশী থাকছে । 

লেকাজেত্তে লিও’র ‘বি’ দলের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন । পেশাদার ক্যারিয়ারের শুরুটাও একই দলে । মাঝে ২০১৭-২২ খেলেছেন ইংলিশ ক্লাব আর্সেনালে । ক্লাব ক্যারিয়ারে ফরাসী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩০ ম্যাচে করেছেন ২৩৬টি । আর চলতি মৌসুমে পুরনো দল লিও’তে ফিরেছেন করেছেন সব মিলিয়ে ৩০ গোল । আর সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোলের সংখ্যা ৩৮টি ।

২০১৮-১৯ মৌসুমে লেকাজেত্তে আর্সেনালের বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন । কিন্তু কখনো পান নি সেরা গোলদাতার সম্মান । বরং চলতি মৌসুমেই করলেন ক্যারিয়ার সেরা পারফর্মেন্স । এক মৌসুমে নিজের সর্বোচ্চ গোল ।

ফ্রান্সের হয়ে ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছেন কিলিয়ান এমবাপ্পে । ছিলেন ২০২২ সালের ফাইনালে হ্যাট্রিকধারী খেলোয়াড় । জিতেছেন গোল্ডেন বুট । কিন্তু লিগ ওয়ানে চার মৌসুম পর তাঁকে পড়তে হচ্ছে লেকেজেত্তের চ্যালেঞ্জে । দেখার বিষয় , লিগ ওয়ান গোল্ডেন-বুট জয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে কে ।

আহাস/ক্রী/০০৭