Download WordPress Themes, Happy Birthday Wishes

ওয়ারউইকশায়ারে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রস্তাব পেয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে । তাঁকে খেলার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডের ক্লাব ওয়ারউইকশায়ার । মিরাজকে শুধু কাউন্টি ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে খেলার প্রস্তাব দেয়া হয়েছে ।

কাউন্টি ক্রিকেটে প্রস্তাব পাওয়ার খবর নিশ্চিত করেছেন মিরাজ নিজেই । সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাদে স্বাগতিকরা বাকি সব সিরিজেই জয় পেয়েছে। যেখানে দলের হয়ে অনন্য ভূমিকা রেখেছেন মিরাজ। এর পর তামিম ইকবাল-সাকিব আল হাসানরা ঘরের বাইরেও আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। ইংল্যান্ডের মাটিতে খেলে আসা মিরাজ জানালেন কাউন্টি দলের প্রস্তাবের কথা।

মিরাজ প্রস্তাব পেয়েছেন ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটটের মাধ্যমে । তারা দুজন একই সাথে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলেছেন । তিনিই মিরাজকে কাউন্টি ক্রিকেটে খেলার আমন্ত্রণ জানিয়েছেন । লিনটটও ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন।

আগামী আগস্টে অনুষ্ঠিত হবে কাউন্টি ক্রিকেটের ওয়ানডে টুর্নামেন্ট । প্রস্তাব পেলেও মিরাজ সেখানে খেলবেন কিনা সেটা এখনো জানা যায়নি। কেননা আগামী মাসেই বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এর পর দুই দফায় মাঠে গড়াবে সিরিজের একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়ে মিরাজ বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছে, কিন্তু যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করছে সে সময় আন্তর্জাতিক সূচি আছে কিনা। যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।’

আহাস/ক্রী/০০৮