Download WordPress Themes, Happy Birthday Wishes

এশিয়া কাপ নিয়ে ভারতের ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়ালো এসিসি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বর্তমান ক্রিকেট দুনিয়ায় ভারতের চলছে একচ্ছত্র আধিপত্য । যেহেতু ক্রিকেটের সিংহভাগ দর্শক ভারতীয় , আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আয়ের বিরাট একটা অংশ আসে ভারতের দর্শকদের মাধ্যমে – সেই সুযোগটাও নানা অন্যায় সুবিধায় আদায় করে ভুল হয় না ভারতীয়দের । বলতে গেলে , আইসিসি’র মতো ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা জিম্মি ভারতের হাতে । তবে সেই ভারতের বিপক্ষে খানিকটা চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) । এশিয়া কাপ আয়োজনের বিতর্কে তারা দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাশে ।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে আয়োজন হবার কথা এশিয়ান কাপ ক্রিকেট টুর্নামেন্ট । কিন্তু পাকিস্তানের মাটিতে কোন ম্যাচ খেলতে রাজী না ভারত । রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানে দল পাঠাবার অনুমতি দিতে নারাজ ভারতীয় সরকার । ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’ও সরকারের সাথে একাট্টা । তারা দাবী জানায় , পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে অন্য কোথাও আয়োজনের । অথচ এতে পাকিস্তানের বিরাট আর্থিক লোকসানের বিষয় নিয়ে ভাবতেই রাজী না ভারত ।

শুরু থেকেই পাকিস্তান চেষ্টা করেছে ভারতকে রাজী করাতে । পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে । তাতেও কাজ না হওয়ায় দিয়েছে ‘হাইব্রিড’ প্রস্তাব । তাতে পাকিস্তানের মাটিতে পুরো আয়োজন হলেও ভারতের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়া হয় । সেটা হতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা বাংলাদেশের মাটিতে । কিন্তু তাতেও ভারত রাজী না । তারা পুরো এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে অটল থাকে ।এতে এশিয়া কাপের আয়োজন ভেস্তে যাবার সম্ভাবনা দেখা দেয় । শেষ পর্যন্ত পাকিস্তান হুমকি দেয় , ভারত এশিয়া কাপে না এলে আগামী অক্টোবরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানও যাবে না প্রতিবেশী দেশে ।

পাকিস্তানের হুমকিতে এশিয়া কাপের পর বিশ্বকাপ নিয়েও সংকট সৃষ্টির আশংকা দেয় । আর এতে নড়েচড়ে বসে এসিসি । এশিয়ার ক্রিকেটের অভিভাবক সংস্থা কোনো শর্ত ছাড়াই পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, পিসিবি হাইব্রিড মডেলে সম্মতি দিয়েছে এসিসি। হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের আয়োজক হিসেবে থাকবে পাকিস্তানই। ভারত বাদে অন্য দেশগুলো খেলা হবে পাকিস্তানেই, আর ভারতের সকল ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

এদিকে , পাকিস্তানের প্রস্তাবে এসিসি রাজী হওয়ার পরেও ভারত চেষ্টা করেছে শর্ত আরোপের । তারা জানায় , এশিয়া কাপ খেলতে ভারত রাজী হলে পাকিস্তানকেও আসতে হবে বিশ্বকাপে । যদিও ভারত আসছে না পাকিস্তানে । তারা এশিয়া কাপের ম্যাচ ঠিকই খেলবে নিরপেক্ষ ভেন্যুতে ।

এই বিষয়ে এসিসি পরিস্কার করেছে নিজেদের অবস্থান । তারা জানিয়েছে , বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া পুরো পাকিস্তানের এখতিয়ার । এই বিষয়ে এসিসি হস্তক্ষেপ করবে না । এমন পরিস্থিতিতে ভারত কিছুটা চাপে পড়বে বলেই মনে হচ্ছে । আর যাই হোক , এসিসিকে নিজেদের মতো নাচাতে পারছে না তারা ।

আহাস/ক্রী/০০৪