Download WordPress Themes, Happy Birthday Wishes

ইটালির কাছে হেরেছে ব্রাজিল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরেছে ব্রাজিল । ইউরোপিয়ান শক্তি ইটালির কাছে হার দিয়ে শুরু হলো সেলেকাও যুবাদের বিশ্বকাপ মিশন ।

সোমবার (২২ মে) ‘ডি’ গ্রুপের ম্যাচে ইটালি ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিলকে । তিন গোলে এগিয়ে যাওয়া ইটালি প্রত্যাশায় ছিল বড় জয়ের । কিন্তু শেষভাগে দুই গোল পরিশোধ করে ব্রাজিল শংকা জাগায় ইটালি শিবিরে । যদিও শেষ পারে নি আজ্জুরিদের জয় রুখতে ।

আর্জেন্টিনার মেন্ডোজা স্টেডিয়ামে ১১ মিনিটে মিডফিল্ডার মাতেও প্রাতির গোলে এগিয়ে যায় ইটালি ।

২৮ আর ২৫ মিনিটে জোড়া গোল করেন ক্যাসারে ক্যাসাডাই । দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে ।

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে চেপে ধরে ইটালিকে । কিন্তু প্রথম গোলের দেখা পেতে লেগে যায় ৭২ মিনিট । স্যান্তসের স্ট্রাইকার মার্কোস লিওনার্দো করেন জোড়া গোল । তাঁর দ্বিতীয় গোল আসে ৮৭ মিনিটে ।

শেষ পর্যন্ত আর কোন গোল হয় নি । তাই প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেতে হয়ে হয় চলতি বছর যুব কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের । ব্রাজিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে পাঁচবার শিরোপা জিতেছে । ইটালি জিতেছে একবার ।

গ্রুপের অন্য ম্যাচে নাইজেরিয়া ২-১ গোলে হারিয়েছে ডমিনিক প্রজাতন্ত্রকে ।

আহাস/ক্রী/০০৩