Download WordPress Themes, Happy Birthday Wishes

আট মাসের জন্য নিষিদ্ধ ইংলিশ ফরোয়ার্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন ইভান টনি । তাঁর দল ব্রেন্টফোর্ড রয়েছে লিগ টেবিলের সেরা দশে । কিন্তু লিগের একেবারে শেষপ্রান্তে এসে ঘটলো ছন্দপতন । ফুটবল থেকে আটমাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড । সেইসঙ্গে ৫০ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৬৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ।

২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ২৬২ বার বেটিং আইন অমান্য করার অভিযোগ আছে টনির বিরুদ্ধে। এর মধ্যে ২৩২টি অভিযোগই প্রমাণিত হয়েছে।জুয়া খেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বড়সড়ো শাস্তি পেয়েছেন টনি। আগামী আট মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নিষেধাজ্ঞার নিয়মানুযায়ী, প্রথম চার মাস কোনো দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না টনি। এই নির্দেশ ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছেও পাঠিয়ে দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টনির শাস্তির বিষয়ে গত বুধবার এফএ-র পক্ষ থেকে বলা হয়েছে ২০২৪ সালের ১৭ জানুয়ারির আগে পর্যন্ত টনি যে কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ১৭-ই সেপ্টেম্বরের আগে অনুশীলনেও নামতে বারণ করা হয়েছে টনিকে।

 রায় শোনার পরই কার্যত ভেঙে পড়েন  ইভান টনি । তিনি বলেন, ‘রায় শুনেছি, তবে এখনও কাজপত্র হাতে পাইনি। পেলেই এই বিষয়ে মন্তব্য করবো।’ 

প্রসঙ্গত ,  টনিকে ইংলিশ ফুটবল লিগের প্রতিশ্রুতিমান একজন স্ট্রাইকার হিসেবেই মনে করা হয়। ২০২১-২২ এবং ২২-২৩  মৌসুমে  তাঁর গোলসংখ্যা ৬৬টি ম্যাচে ৩২টি।মাঠের পারফরম্যান্সের কারণে দলবদলের বাজারে দামও বেড়েছে টনির। ২০২০ সালেও ট্রান্সফার মার্কেটে তার মূল্য চার লাখ থাকলেও এখন সেটা বেড়ে হয়েছে পাঁচ কোটি ইউরো।

শুধু ক্লাব ফুটবলেই নয়, টনি ইতিমধ্যেই গায়ে চড়িয়েছেন জাতীয় দলের জার্সিও। গত মার্চ মাসে হ্যারি  কেইনের  জায়গায় তাঁকে মাঠে নামানো হয়েছিল ইউক্রেনের বিপক্ষে একটি ম্যাচে।

টনির এই শাস্তির বিষয়ে অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন, ইংল্যান্ডের জার্সি গায়ে ইউরো কাপ খেলার একটা সম্ভাবনা ছিল টনির। কিন্তু এই শাস্তি তাঁর সেই পথে বাঁধার সৃষ্টি করল।

আহাস/ক্রী/০০৫