Download WordPress Themes, Happy Birthday Wishes

দুই গোলে জিতেও নিশ্চিত না রিয়ালের সেমি ফাইনাল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম দেখায় চেলসির বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ । তাতে সেমি ফাইনালের পথে এক পা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ । কিন্তু সব সম্ভাবনা শেষ হয়ে যায় নি চেলসির । পরবর্তী লেগে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াবার সুযোগ থাকছে ফ্রাংক ল্যাম্পার্ডদের ।

বুধবার (১২ এপ্রিল) স্যান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে চেলসিকে । চলতি মৌসুমে ধুঁকতে থাকা চেলসির শেষ ভরসা চ্যাম্পিয়ন্স লিগ । এই আসর থেকে বিদায় নিলে শেষ হবে তাদের ট্রফি জয়ের সব আশা ।

গত মৌসুমেও চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হয়েছিল রিয়াল । প্রথম লেগে চেলসির মাঠে হ্যাট্রিক করেছিলেন করিম বেঞ্জেমা । রিয়াল জিতেছিল ৩-১ গোলে । কিন্তু নিজেদের মাঠে পরবর্তী লেগে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে লস ব্লাংকোসরা । কোনমতে ৩-২ গোলে জিতে পা রাখে সেমিতে । এছাড়া , চেলসির কাছে পূর্বে চারবার হারার রেকর্ড আছে ইউরোপের সবচেয়ে সফল দলটির । জয় এলো মাত্র দুইবার । তাই স্ট্যাম্পফোর্ড ব্রিজে পরবর্তী লেগে ভয়ের কারণ থাকছেই রিয়ালের জন্য ।

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন বেঞ্জেমা । তাঁর ম্যাচের সংখ্যা ১৩০টি । সার্জিও র‍্যামোসের সাথে রেকর্ড ভাগাভাগি করেছেন তিনি । তবে সব ঠিক থাকলে পরের লেগেই র‍্যামোসকে ছাড়াবেন বেঞ্জেমা । যেহেতু র‍্যামোস বর্তমানে রিয়ালে নেই । ইউরোপের সেরা প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশী ১৫০ ম্যাচ খেলার রেকর্ড আছে ইকার ক্যাসিয়াসের ।

খেলার ২১ মিনিটে প্রথম গোলটি করেন বেঞ্জেমা । চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ৯ নকআউট ম্যাচে এটি তাঁর ১৪তম গোল। আর সব মিলিয়ে ইউরোপ-সেরার মঞ্চে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এটি ২০তম।

৫৯ মিনিটে ডি বক্সের বাইরে ফাঁকায় বল নিয়ে ঢুকতে থাকা রদ্রিগোকে টান মেরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। ১০ জনের দল নিয়ে পরবর্তী সময়ে ফের গোল হজম করে ব্লুজরা ।

৭৪ মিনিটে গোল করেন মার্কো এসেন্সিও । তিন মিনিট গাএই রদ্রিগোর বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি ।

রিয়ালের দুইটি গোলেই এসিস্ট ছিল ভিনিসিয়াস জুনিয়রের ।

আহাস/ক্রী/০০২