
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলমান আইপিএলে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস । নিজেদের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সাত উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়েদ্রাবাদকে । ম্যাচের দারুণ ফিফটি করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডেভিড কনওয়ে । আর উইকেটের পেছনে দাঁড়িয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেখিয়েছেন অসাধারণ পারফর্মেন্স ।
শুক্রবার (২১ এপ্রিল) চেন্নাইয়ের চিন্দাবরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়েদ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে তোলে সাত উইকেটে ১৩৪ রান । যা পেরিয়ে যেতে খুব বেশী কষ্ট করতে হয় নি চেন্নাইকে । ১০ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনির দল ।
টার্গেট তাড়ায় মাত্র ১১ ওভারেই ৮৭ রানের জুটি গরেন দুই ওপেনার কনওয়ে আর রুতুরাজ গায়কোয়াড । তাতে মনে হচ্ছিল জয়টা বড় ব্যবধানেই পাচ্ছে চেন্নাই । কিন্তু পরবর্তীতে দ্রুত তিন উইকেট পতন আর রান রেট কমে যাওয়ায় প্রত্যাশার তুলনায় চেন্নাইয়ের জয়টা বরং একটু কঠিন হয়েছে বলা যায় !
ওপেনার রুতুরাজ ৩০ বলে দুইটি চার ৩৫ রান করে বিদায় নেন রান আউট হয়ে । তারপর আজিংকা রাহানে আর আম্বাতি রাইডু ফিরে যান দ্রুত । দুজনেই করেছেন সমান ৯ রান । তবে ডেভিড কনওয়ে পথ হারাতে দেন নি চেন্নাইয়ে । তার ব্যাট থেকে আসে ৭৭ রানের অপরাজিত ইনিংস । খেলেছেন ৫৭ বল । মেরেছেন ১২টি ছক্কা আর ১টি চার ।
এছাড়া ৬ রান করে অপরাজিত ছিলেন মইন আলি । ৬ বল খেলেও ইংলিশ অল রাউন্ডার মেরেছেন ১টি চার ।
হায়েদ্রাবাদের হয়ে মায়াংক মারকান্ডে নিয়েছেন দুইটি উইকেট ।
ম্যাচের শুরুতে ধোনি দেখিয়েছেন অনবদ্য কিপিং পারফর্মেন্স । এইডেন মার্করামকে কট বিহাইন্ড আর মায়াঙ্ক আগারওয়ালকে স্টাম্পিং করেন তিনি । এছাড়া একটা গ্লাভ খুলে রেখে সরাসরি থ্রোতে ওয়াশিংটন সুন্দরকে রানআউট করেছেন । তাতে মাঝপথে আর হায়েদ্রাবাদের ইনিংস বড় হওয়ার সুযোগ পায় নি ।
হায়েদ্রাবাদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা ।
চেন্নাইয়ের হয়ে সেরা বোলিং করলেন জাডেজা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
আহাস/ক্রী/০০১