Download WordPress Themes, Happy Birthday Wishes

কে জিতবে ইউরোপিয়ান গোল্ডেন বুট?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০২২-২৩ ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হতে এখনও অনেকটাই বাকী । তাই ইউরোপের কঠিন প্রতিযোগিতায় কে কোন দেশের লীগ ট্রফি জিতবে , সেটার পরিস্কার কোন আভাস মেলে নি । তবে ২০২২-২৩ মৌসুমের ইউরোপিয়ান ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে আর্লিং হাল্যান্ড । ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত পারফর্মেন্স ধরে রাখলে তাঁর পক্ষে প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বর্ষসেরা গোলদাতা হওয়া খুবই সম্ভব ।

১৯৬৮ সাল থেকে লা ইকুইপে পত্রিকার তত্ত্বাবধানে চালু হয় ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার । ইউরোপের শীর্ষ লিগের সেরা গোলদাতাদের মধ্যে শীর্ষে থাকা খেলোয়াড় পান এই পুরস্কার । যা খুবই সম্মানের । ফিফা বর্ষসেরা কিংবা ব্যালন ডি’অর যেমন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি , তেমনি ইউরোপিয়ান গোল্ডেন বুট ইউরোপের সেরা ফরোয়ার্ডের আনুষ্ঠানিক সম্মাননা ।

ইউরোপিয়ান গোল্ডেন বুট সবচেয়ে নেশি ছয়বার জিতেছে লিওনেল মেসি । চারবার ক্রিস্টিয়ান রোনালদো । ১৯৬৭-৬৮ মৌসুমে প্রথম ইউরোপের সেরা গোলদাতা হয়েছিলেন পর্তুগালের কিংবদন্তী ইউসেবিও । তিনি দুবার জিতেছেন এই পুরস্কার । আরেক পর্তুগীজ ফার্নান্দো গোমেজ দুবার হয়েছেন ইউরোপের সেরা ফরোয়ার্ড ।

চলতি মৌসুমে ইউরোপের গোল্ডেন বুট জয়ে সবচেয়ে এগিয়ে আছেন হাল্যান্ড । ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর গোলের সংখ্যা ২৮টি । চলতি বছর ইউরোপের লিগে সবচেয়ে বেশী চার হ্যাট্রিক এই নরওয়েজিয়ানের । টটেনহ্যামের হ্যারি কেইন করেছেন ২০ গোল ।

ইটালিয়ান সিরি ‘এ’ ফুটবলে ১৯ গোল নিয়ে শীর্ষে আছেন ন্যাপলির নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওশিমেন । পিএসজির কিলিয়ান এমবাপ্পেও করেছেন ১৯ গোল । দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে মৌসুম শেষে ওশিমেনকে ছাড়িয়ে যাবেন বলেই ধারণা ।

১৯ গোল করেছেন ফ্রেঞ্চ লিগের জোনাথন ডেভিড । মার্কিন-ক্যানাডার নাগরিক জোনাথন খেলেন লিলের হয়ে । তবে তিনি শেষ পর্যন্ত এমবাপ্পেকে হারিয়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানের সেরা গোলদাতা হতে পারবেন কিনা , দেখার বিষয় ।

এদিকে , ২৫ গোল নিয়ে নরওয়ে লিগের আমহাল পেল্লেগ্রিনো নেই শীর্ষ দুইয়ে । কারণ নরওয়ের লীগ শীর্ষ পাঁচে নেই । তাদের প্রতি গোলের জন্য পয়েন্ট কম । তাই ইংলিশ লিগে ২০ গোল নিয়ে কেইন যেখানে ৪০ পয়েন্ট পেয়েছেন , সেখানে পেল্লেগ্রিনো ২৫ গোল করেও পেয়েছেন ৩৭.৫ পয়েন্ট । কারণ শীর্ষ পাঁচ লিগের প্রতি গোলের জন্য দেয়া হয় দুই পয়েন্ট । আর দ্বিতীয় সারির লিগে প্রতি গোলের জন্য দেড় পয়েন্ট পান খেলোয়াড়রা । তৃতীয় সারির লিগের জন্য বরাদ্দ আরও কম পয়েন্ট ।

তুর্কি লিগে খেলায় ইনার ভ্যালেন্সিয়া ২৩ গোল করে পেয়েছেন ৩৪.৫ পয়েন্ট । আবার শীর্ষ ফ্রেঞ্চ লিগে ১৬ গোল করেই ৩২ পয়েন্ট হয়ে গেছে মোনাকোর উইসাম বেন ইয়েডারের ।

তালিকার ১২ নাম্বারে আছেন রবার্ট লেভেন্ডস্কি । ১৫ গোল নিয়ে তিনি আছেন ১১তম অবস্থানে । অথচ গত দুই মৌসুমে তিনিই ছিলেন ইউরোপের সেরা গোলদাতা ।

এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে , তাতে মৌসুম শেষ ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে হাল্যান্ড । হয়ত প্রথমবারের মতো তিনিই জিতবেন এই পুরস্কার ।

আহাস/ক্রী/০০৮