
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বিতর্ক যেন পিছু ছাড়ে না সাকিব আল হাসানের । আসলে বিতর্ক তাঁর পিছু নেয় , নাকি তিনিই বিতর্কের সৃষ্টি করেন সেটাও প্রশ্ন । সৃষ্টি তো তিনিই করেন , তবে জেনেবুঝে নাকি অজ্ঞাতে , সেটা নিয়ে তর্ক হতে পারে । কিন্তু যেভাবে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব , তাতে তাঁকে একেবারে নির্দোষ আর নিস্পাপ বলার উপায়ও নেই আসলে ।
গেলো বছর অন লাইন বেটিং কোম্পানির সাথে চুক্তি করে আলোচনার জন্ম দেন সাকিব । বিসিবি’র হুমকিতে সেই চুক্তি বাতিল করেন । জুয়ারিদের সাথে সম্পর্কের কারণে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন । এছাড়া , খেলার মাঠে আম্পায়ারদের সাথে অসদাচরণসহ নানা ঘটনায় শাস্তি পেয়েছেন তিনি । অনুশীলন ছেড়ে বিজ্ঞাপনের জন্য বিনা অনুমতিতে চলে যাওয়া , বিদেশী ফ্রেঞ্চাইজি আসরে খেলতে দেশের খেলা থেকে অব্যাহতি নেয়া তো আছেই । এসব কিছু মিলিয়েই বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব । যার অধীনে সদ্যই তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবল-ধোলাই করার আনন্দে মেতেছে টাইগাররা ।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়া ঐতিহাসিক সাফল্যের আনন্দ তাজা থাকতেই সাকিব জন্ম দিলেন নতুন বিতর্ক ।এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন তিনি । গেছেন একটি জুয়েলারি শপ উদ্বোধন করতে । যার নাম ‘আরাভ জুয়েলার্স’ । প্রতিষ্ঠানের মালিক হলেন ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি আরাভ খান।
নিজেকে বাঁচাতে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থের বিনিময়ে আরেকজনকে আদালতে আত্মসমর্পণ করিয়েছিলেন আরাভ। কিন্তু জেলে থাকা সেই তরুণ এক পর্যায়ে সত্য প্রকাশ করে দেয়।
২০২০ সালে রবিউল ভারতের পাসপোর্ট সংগ্রহ করেন। কলকাতা থেকে ইস্যু করা পাসপোর্টে রবিউলের নাম আরাভ খান হিসেবে উল্লেখ করা হয়। তার বাবার নাম জাকির খান এবং মা রেহানা বিবি খান বলে উল্লেখ করা হয়। পাসপোর্টে তার স্ত্রীর নাম লেখা হয়েছে সাজিমা নাসরিন।পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, আরাভের জন্ম ১৯৯৩ সালের ৩১ জুলাই পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে। ভারতীয় নাগরিক পরিচয়েই বসবাস শুরু করেন দুবাইতে। সেখানে আরাভ নামে একটি জুয়েলারি নেন। সেই দোকানের উদ্বোধন করতেই দুবাই গেলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
শুধু সাকিব নয়, বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই সেই জমকালো উদ্বোধনে অংশ নেয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীতেই চলছে তোলপাড়। তাদের বিস্ময়, খুনের মামলার এক আসামি কীভাবে দুবাই গিয়ে এত সম্পদের মালিক হলো!
এদিকে , বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রেঞ্জ রোভার গাড়িতে করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেরা বাজারে আসেন সাকিব। এ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাভ খান। তবে উদ্বোধনী মঞ্চে না উঠেই ১০ মিনিটের মাথায় অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।
আহাস/ক্রী/০০৬