Download WordPress Themes, Happy Birthday Wishes

সৌদি আরবে ম্যাচে খেলবে বাংলাদেশ কিন্তু জানানো হবে না ফলাফল !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি মার্চে দেশের মাটিতে তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ । ব্রুনাই আর সেসেলসলে নিয়ে আসরটি অনুষ্ঠিত হবে সিলেটের ওসমানি স্টেডিয়ামে ।

আসন্ন তিন জাতির ফুটবল টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে সৌদি আরব গেছে বাংলাদেশ । কোচ হ্যাভিয়ার ক্যাবেরারার অধীনে চলছে নিবিড় অনুশীলন । শুধু অনুশীলন নয় , মদিনায় দুটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে জামাল ভূঁইয়ারা । প্রথম প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্লাব ওহোদের মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শনিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

চার দিন পর আগামী বুধবার (১৫ মার্চ) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দল মালাবির খুখোমুখি লাল-সবুজবাহিনী। তবে দুটি ম্যাচই ক্লোস ডোর বিধায় ওই ম্যাচের রেজাল্ট ও ছবি প্রকাশ করা হবে না বলে এক বিবৃতিতে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রস্তুতি ম্যাচের আগে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, ‘কালকে (শনিবার) আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ, সৌদি আরবের দল ওহোদের সঙ্গে। আমরা কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করছি। সকালে জিম আর বিকেলে প্র্যাকটিস করছি। প্রথম ম্যাচ খেলার জন্য পুরো দল রোমাঞ্চিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, ভালো একটা রেজাল্ট এনে দিতে পারব।’

আহাস/ক্রী/০০৭