Download WordPress Themes, Happy Birthday Wishes

সিরিজ জিততে পারবে তো বাংলাদেশ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি ২০২৩ সালে প্রথমবারের মতো মাঠে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ । ১-০ গোলে হারিয়েছে সেশেলসকে । তবে বাংলাদেশের কাজ এখনও শেষ হয় নি । দুই ম্যাচ সিরিজের শেষ লড়াই এখনও বাকী । মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম সেশেলস সিরিজের দ্বিতীয় আর শেষ ম্যাচ ।

২০২২ সালের শুরুতে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা । কিন্তু বাংলাদেশ দলে তাঁর প্রথম বছর একেবারেই ভাল যায় নি । আট ম্যাচের মধ্যে ক্যাবরেরার শিষ্যরা হেরেছে পাঁচটি । ড্র দুইটি । জয় এসেছিল কেবল কম্বোডিয়ার বিপক্ষে ।সেই তুলনায় ২০২৩ সালে শুরুটা জয় দিয়ে হওয়ায় বাংলাদেশ দল আছে বেশ ফুরফুরে মেজাজে । কিন্তু তাই বলে সেশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়ে কোন ছাড়ের মানসিকতায় নেই জামাল ভুঁইয়ারা ।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে আছে সেশেলসের চেয়ে । বাংলাদেশ যেখানে ১৯২ , সেশেলসের অবস্থান সেখানে ১৯৯ । র‍্যাংকিং বলছে , ফুটবল শক্তিতে দুই দলের মধ্যে পার্থক্য খুব বেশী নেই । তবে নিজ দেশের মাটিতে খেলা বলেই বাংলাদেশ পাচ্ছে কিছুটা বাড়তি সুবিধা । আর প্রথম ম্যাচে জয়ের কারণে বাংলাদেশের উপর চাপ কিছুটা হলেও কম । দ্বিতীয় ম্যাচে ড্র করতে পারলেও সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের । যদিও কোচ ক্যাবরেরা জানিয়েছেন , দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে চান তারা ।

সেশেলসের সামনে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই । বাংলাদেশের কোচ বলেছেন , ‘ প্রথম ম্যাচে জয় পাওয়ায় ছেলেরা খুব খুশী । কিন্তু অতি আত্মবিশ্বাসী না । কারণ সেশেলস দ্বিতীয় ম্যাচে যে কোন মুল্যে জিততে চাইবে । দ্বিতীয় ম্যাচটি প্রথম ম্যাচের চেয়ে কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত।’

আগামী জুনে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুধু ড্র করেই সিরিজ জয় করতে চান না ক্যাবরেরা । বলেন, আমাদের চাওয়াটা আরও বেশি। স্বল্পমেয়াদে নয়, সাফের জন্য এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আমরা সাফ নিয়ে খুবই মনোযোগী।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটানা দুই ম্যাচে জয় পাচ্ছে না। সুতরাং কালকের ম্যাচে জয় নিয়ে সেই ধারা থেকে বেরিয়ে আসার ভালো একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ‘খেলোয়াড়রা সবাই জানে, আগের ম্যাচের চেয়ে আমরা ভালো করতে পারব। এটা মাঠে করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমাদের জিততে হবে। কারণ, শেষ পর্যন্ত মানুষ জয়টাকেই মনে রাখে। তাই এটা গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল আমরা জিততে চাই।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ মনে হয়, কালকের ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। কারণ, সিশেলসও জয়ের লক্ষ্যে খেলবে। ফুটবলে সবাই জিততে চায়। আমার মনে হয়, ওরা আরও আক্রমণাত্মক হবে। আমাদেরও পাল্টা-আক্রমণে যেতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত, এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ, তারা শারীরিকভাবে বেশ শক্তিশালী। তবে, আমাদেরকে নিজেদেও খেলাটা খেলতে হবে। কাল নতুন করে শুরু করব। আমরা নিজেদেও খেলাটা খেলব।’

দ্বিতীয় মাচেও বাংলাদেশের বিপক্ষে সিশেলস লড়াই করবে বলে জানিয়েছেন সফরকারী দলটির কোচ নেভিল বোথ। তিনি বলেন, প্রথম ম্যাচে ছেলেরা প্রত্যাশিত খেলা খেলতে পারেনি। কারণ, প্রস্তুত হবার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে, দ্বিতীয় ম্যাচে আরো শক্তি সঞ্চার করে মাঠে ফিরবে তার দল।
সফরকারী দলের অধিনায়ক স্তেনিও মারিয়ে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের সুযোগ ও সামর্থ্য এখনো তাদের আছে। ‘

বাংলাদেশের পক্ষে সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে অভিষেক হ্যেছে এলিটা কিংসলের । তিনিই প্রথম বিদেশী খেলোয়াড় , যিনি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ দলে খেলার সুযোগ পেয়েছেন । প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামা এলিটা গোল পান নি । দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলে গোল করতে চান নাইজেরিয়ান-বাংলাদেশী ফুটবলার । যদিও তাঁর লক্ষ্য পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানো ।

আহাস/ক্রী/০০১