
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডের সফর শুরু হয়েছিল জয় দিয়েই । টানা দুই ওয়ানডে জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতে নিয়েছিল ইংলিশরা । যদিও সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারে নি ইংলিশরা । তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখে জশ বাটলারের দল । তাতেও অবশ্য ইংল্যান্ড ২-১ ব্যবধানে নিজেদের করতে নেয় ওয়ানডে সিরিজ ।
টি-টুয়েন্টি সিরিজে শুরু থেকেই ইংল্যান্ড ছিল ফেভারিট । একে তো তারা আইসিসি টি-টুয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ চ্যাম্পিয়ন । তাছাড়া , বাংলাদেশ এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে দুর্বল হিসেবে পরিচিত । অথচ সেই টি-টুয়েন্টি সিরিজেই বাংলাদেশ বাজিমাৎ করেছে । টানা দুই ম্যাচ জিতে নিজেদের করে নিয়েছে সিরিজ । এখন তো টাইগারদের সামনে ইংল্যান্ডকে ‘বাংলা ওয়াশ’ করার সুযোগ ।
মঙ্গলবার (১৪ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ । সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন । ম্যাচে বাংলাদেশের পক্ষে অভিষেক হতে পারে তানভীর ইসলাম আর রেজাউর রহমান রাজার।
তানভির সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত খেলেছেন । পেয়েছেন যৌথ সর্বোচ্চ ১৭ উইকেট । বাংলাদেশ দলে থাকা হাসান মাহমুদও ১৭ উইকেট নিয়েছেন । কিন্তু তানভির বিপিএলে খেলেছেন ১২ ম্যাচ , আর হাসান মাহমুদ ১৪ ম্যাচ ।
বিপিএলে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি স্কোয়াডে জায়গা করে নেন তানভির । কিন্তু মাঠে নামার সুযোগ হয় নি । সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় মিরপুরে শেষ টি-টুয়েন্টি ম্যাচের একাদশে দেখা যেতে পারে এই স্পিনারকে । সম্ভবত নাসুম আহমেদের জায়গায় সুযোগ পাবেন তানভির ।
বিপিএলে ভালো করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা। এবারের বিপিএলে সিলেটের হয়ে ৮ ম্যাচে শিকার করেন ১৩ উইকেট। এই পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা মিলে গেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবুও শেষ ম্যাচে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান বা হাসান মাহমুদের মধ্যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে জায়গা করে দেয়া হতে পারে রাজাকে।
সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, রেজাউর রহমান রাজা, তাসকিন আহমেদ।
আহাস/ক্রী/০০২