
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
৩১ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) । কিন্তু ভারতের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি লীগ শুরুর আগেই মাথায় হাত কোলকাতা নাইট রাইডার্সের । দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরিতে । তাঁর পক্ষে শুরুর দিকে আইপিএলে নামা সম্ভব না । তাই কোলকাতাকে খুঁজতে হচ্ছে অন্তর্বর্তী অধিনায়ক ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে চতুর্থ টেস্ট খেলার সময় ইনজুরিতে পড়েন শ্রেয়াস । আহমেদাবাদে ম্যাচের চতুর্থ দিনে আচমকাই কোমরে চোট পেয়েছেন তিনি । সেদিন থেকেই মাঠের বাইরে তিনি । ইনজুরির কারণে ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকেও । এমনকি , আসন্ন আইপিএলেও একাধিক ম্যাচ মিস করতে হতে পারে কোলকাতা অধিনায়ককে ।
শংকা আছে বড় ধরণের বিপদের । শ্রেয়াসের কোমরের স্ক্যানব করা হয়েছে । সেই রিপোর্ট আসার পর বোঝা যাবে ইনজুরির গুরুত্ব । ভারতীয় সংবাদ-মাধ্যমের কিছু খবরে বলা হয়েছে , শ্রেয়াসের প্রয়োজন পড়লে সার্জারি হতে পারে । তেমনটা হলে অন্তত তিনমাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
প্রশ্ন হচ্ছে , শ্রেয়াস খেলতে না পারলে আইপিএলে কোলকাতার নেতৃত্ব দেবেন কে ? বিকল্প ক্যাপ্টেন হিসেবে কিং খানের দলের কাছে রয়েছে একাধিক নাম। যাঁরা দক্ষতা নিয়ে নেতৃত্ব সামলাতে পারবেন। প্রথমেই যাঁর নাম উঠে আসেছে তিনি হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি। জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সাউদির। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে অনেকবার নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সাউদির। আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫২টি ম্যাচ খেলে ৪৫টি উইকেট নিয়েছেন। তাই আইয়ারের পরিবর্তে সাউদি ভালো বিকল্প হতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলও আইয়ারের পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন। কিং খানের দলের সবচেয়ে অভিজ্ঞ এবং অন্যতম ভরসাযোগ্য সদস্য তিনি। দীর্ঘদিন ধরে কেকেআরের সঙ্গে যুক্ত রয়েছেন। ৯৮টি ম্যাচ খেলে ২০৩৫ রান এবং ৮৯টি উইকেট নিয়েছেন। আইয়ারের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে রাসেলকে বেছে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। আরও একটি নাম ভেসে আসছে। তিনি হলেন নীতিশ রানা। রাসেলের মতো নীতিনও দীর্ঘদিন ধরে নাইট রাইডার্সের সদস্য। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৯১টি ম্যাচে রান সংখ্যা ২১৮১।
দৌড়ে রয়েছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি দলের ক্যাপ্টেন সাকিব আল হাসানও। দীর্ঘদিন পর নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলবেন সাকিব। সাকিবের নেতৃত্বে সদ্যই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ । অনেকেই মনে করছেন , কোলকাতা ম্যানেজমেন্টকে যদি নতুন করে অধিনায়ক বাছতে হয়, তাহলে সাকিব আল হাসান শেষবেলায় তুরুপের তাস হয়ে উঠতে পারেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর মধ্যে রয়েছে। কোনও জায়গায় ভুলভ্রান্তি দেখলেই তিনি গলার সুর চড়াতে পারে। পাশাপাশি ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্সের হয়েও তিনি খেলে গিয়েছে। ফলে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে তিনি খুব ভালো করেই ওয়াকিবহাল।
আহাস/ক্রী/০০১