Download WordPress Themes, Happy Birthday Wishes

রেফারি ক্রয়ের ঘটনায় বার্সার বিরুদ্ধে মাঠে নামছে রিয়েল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

রেফারি ক্রয়ের ঘটনায় বিপদ ক্রমশ বাড়ছেই বার্সেলোনার । কাতালানদের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের আমলে নেয়া হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ । যা এখন বিচারের অপেক্ষায় । 

বার্সেলোনার রেফারি ক্রয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে রিয়েল মাদ্রিদ । বার্সার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্লাব জানিয়েছে , বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে রেফারি ক্রয়ের অভিযোগপত্র দেওয়া স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেবে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ রেফারি কমিটির সহ-সভাপতি এনরিকেজ নেগরেইরাকে ঘুষ দেওয়ার অভিযোগ আনে স্প্যানিশ দৈনিক ‘কাদেনা সার’ । তারা জানায় , ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৩ মৌসুম বার্সেলোনা এনরিকেজ নেগরেইরাকে নিয়মিত অর্থ প্রদান করেছে । যার মধ্যে শুধু ২০১৬-১৮ পর্যন্ত দেয়া হয়েছে ১৪ লাখ ইউরো । ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনরিকেজ নেগরেইরা।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা।

তবে নেগরেইরাকে সরাসরি এই অর্থ প্রদান করেনি বার্সেলোনা। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে (ডিএএসএনআইএল) এই অর্থ প্রদান করে বার্সেলোনা। ক্লাবটির বিপক্ষে একটি অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে কাদেনা সার।

অভিযোগ ওঠার পর স্পেনের কর বিভাগ পুরো বিষয়ের তদন্ত শুরু করে । নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। তদন্তে বার্সেলোনা কর্তৃক রেফারি ক্রয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে । তাই বার্সার বিরুদ্ধে শুক্রবার (১০ মার্চ ) আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন রাষ্ট্রপক্ষের আনজীবীরা।

বার্সেলোনার একটি আদালতের শুনানিতে জানানো হয়, বার্সেলোনা ক্লাবের সাবেক কর্মকর্তা এবং নেগ্রেইরাকে দুর্নীতি, বিশ্বাস লঙ্ঘন এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ড এর জন্য অভিযুক্ত করা হয়েছে।

বার্সেলোনার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের পর জরুরী সভা ডাকে রিয়েল মাদ্রিদ । রবিবার (১২ মার্চ) অনুষ্ঠিত সভায় প্রসিকিউটরদের ‘গুরুতর অভিযোগ’হিসেবে অভিহিত করা বিষয়টির জন্য বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা। রিয়েল জানিয়েছে , বার্সার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হলেই তারা যোগ দেবে প্রসিকিউটরদের সাথে ।

বার্সেলোনা শুরু থেকেই রেফারি ক্রয়ের বিষয়টি ‘মিথ্যা’ বলে দাবী করে আসছে । অর্থপ্রদানের ঘটনা প্রকাশের পরপর বার্সেলোনা বিবৃতি দিয়ে বলেছিল, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল।

অস্বীকার করলেও সম্ভবত সহজে পার পাচ্ছে না বার্সেলোনা । আদালতে দোষী সাব্যস্ত হলে বার্সেলোনাকে পড়তে হবে বড় শাস্তির মুখে । লা লিগা থেকেও তাদের বহিস্কার করে নামিয়ে দেয়া হতে পারে দ্বিতীয় বিভাগে ।

রিয়েল্ মাদ্রিদের আইনি ব্যবস্থা গ্রহণের খবরে বার্সা সভাপতি হুয়ান লাপার্তো জানিয়েছেন , ‘ আমরা নির্দোষ । আমরা আমাদের সমর্থকদের শান্ত থাকতে আহ্বান জানাবো । সত্য বেরিয়ে আসবেই। ‘ 

আহাস/ক্রী/০০৩