Download WordPress Themes, Happy Birthday Wishes

রেকর্ড ব্যবধানে আইরিশদের উড়িয়ে দিলো বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইংল্যান্ডকে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট করা বাংলাদেশ যেন উড়ছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা জিতেছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে । যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় । ২০২০ সালে এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় পেয়েছিল টাইগাররা ।

শনিবার (১৮ মার্চ) সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের বিপক্ষে তোলে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান । ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান তুলেছিল বাংলাদেশ । তবে পরে ব্যাটিং করে ২০১৯ সালের বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ রান করেছিল বাংলাদেশ । আগের দুইটি রেকর্ড ছাপিয়ে বাংলাদেশ নিজেদের মাটিতে গড়ল নতুন ইতিহাস ।

রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান করেছেন ৯৩ রান । সেঞ্চুরি না পেলেও তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে পেয়েছেন সাত হাজার রানের দেখা ।

অভিষেকে তৌহীদ হৃদয় করেছেন ৯২ রান । যা বাংলাদেশের যে কোন ব্যাটারের অভিষেক ম্যাচে সর্বোচ্চ । ওয়ানডে অভিষেকে এতোদিন অভিষেকে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে ফিফটি ছিল আগে কেবল দুজনের। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় নম্বরে নেমে ফরহাদ রেজা করেছিলেন ৫০। ২০১১ সালে একই প্রতিপক্ষের সঙ্গে আটে নেমে নাসির হোসেন করেছিলেন ৬৩।সেই তালিকায় তৃতীয় নাম তৌহিদ হৃদয়।

(বিস্তারিত আসছে )

আহাস/ক্রী/০০৭