Download WordPress Themes, Happy Birthday Wishes

রাশিয়ার সাথে মেয়েদের ফুটবল লড়াই

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সাফ ফুটবল টুর্নামেন্ট মুলত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আসর । সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো অংশ নেবে ইউরোপের দেশ রাশিয়া । এবারের টুর্নামেন্টে আর্থিক পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। তাদের অনুরোধে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলছে রাশিয়া।

আগামী ২০ মার্চ থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ । খেলা শেষ ৩১ মার্চ । সব ম্যাচই অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে । টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত , নেপাল আর ভুটান অতিপরিচিত । যাদের সাথে খেলতে হয় নিয়মিত । কিন্তু আরেক প্রতিপক্ষ রাশিয়া চেনাজানার গণ্ডিতে নেই । তাদের সাথে আগে কখনও খেলে নি বাংলাদেশের মেয়েরা । তাছাড়া ইউরোপের দেশ হিসেবে ফুটবলে দক্ষিণ এশিয়ার উন্নত রাশিয়া । ২০২২ সালের ডিসেম্বরে ফিফা র‍্যাংকিং অনুযায়ী রাশিয়ার মেয়েরা আছে ২২ এ । সেখানে বাংলাদেশ ১৪০ , ভারত ৬১ আর নেপাল ১০৩তম অবস্থানে নেপাল । তবে বয়সভিত্তিক ফুটবলে র‍্যাংকিং খুব বেশী বিবেচিত বিষয় না । তবে রাশিয়ার শক্তিমত্তা নিয়ে সমীহ থাকছে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটনের ।

বাংলাদেশের কোচ বলেছেন , ‘দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলে থাকি সেই তুলনায় ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়। রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, তা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, মেয়েরা যে প্রতিনিয়ত পারফর্ম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিৎ, তা ভালোভাবে জানতে পারবো। তবে ইউরোপের একটা দলের বিপক্ষে খেলবো-এটা ভেবে মেয়েরা শিহরিত। কিন্তু তারা চাপ অনুভব করছে না।’

তিনি যোগ করেন,‘দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত আমরা। এবার রাশিয়া যোগ হয়েছে, এটা আমার মেয়েদের জন্য বিরাট সুযোগ বলে মনে করি। তারা অনেক কিছু শিখতে পারবে। বিরাট সুযোগ এই কারণে, আমরা ইউরোপের দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা শক্তিশালী। আমাদের মেয়েরাও প্রস্তুত তাদের বিপক্ষে লড়াই করার জন্য। যেটা সব সময়ই লক্ষ্য থাকে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং জয় পাওয়া। আগের টুর্নামেন্টগুলোতে আমরা যা করে আসছি, আশা করি তা করার জন্য সবাই প্রস্তুত আছে।’

উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ মার্চ রাশিয়া, ২৪ মার্চ ভারত ও ২৮ মার্চ প্রতিপক্ষ নেপাল।

বাংলাদেশের অধিনায়ক রুমা আক্তার জানিয়েছেন , ‘ ‘লক্ষ্য আছে ভালো কিছু করার, সবগুলো ম্যাচ জেতার। আপনারা দোয়া করবেন। রাশিয়া ইউরোপের দল। ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশা করছি, ভালো কিছু করবো। যেহেতু ফুটবল, হার-জিত আছেই। আমরা লড়াই করবো, জেতার চেষ্টা করবো।’

বাংলাদেশ দল: সংগীতা রানী দাস, কানম আক্তার, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, রিতু আক্তার, মুনকি আক্তার, ঐশি খাতুন, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পূজা দাস, অনন্য মুর্মু বিথী, মুন্নি, তৃষ্ণা রানী, কানন রানী বাহাদুর, সাগরিকা, নাদিয়া আক্তার জুথি, মাহলাথুই মারমা, সুলতানা আক্তার ও সুরভী আখন্দ প্রীতি।

আহাস/ক্রী/০০৩