Download WordPress Themes, Happy Birthday Wishes

মেসির পুরো ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সন্দেহ, শংকা কে ডিঙিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে, ফুটবলের খ্যাতনামা চরিত্র লিওনেল মেসি খুব বড় খেলোয়াড়ই নন। তার অন্ধকার জীবনের হিসেব মিলে যাচ্ছে।

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে। ——এই খবরের সত্যতা খুঁজতে যেয়ে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসছে । লিওনেল মেসিই ঝামেলাই পড়ে যাচ্ছে।

বিস্তারিত আসছে…