Download WordPress Themes, Happy Birthday Wishes

মার্টিনেজের অধীনে ইউরো বাছাইয়ে রোনালদোর নতুন শুরু

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কাতার বিশ্বকাপে পর্তুগালের ব্যর্থতার দায় নিয়ে চাকুরী হারিয়েছেন কোচ ফার্নান্দো স্যান্তস । তাঁর জায়গায় পর্তুগীজদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্টো মার্টিনেজ । যিনি ২০১৬ সাল থেকে কাজ করেছেন বেলজিয়ামের কোচ হিসেবে । কোন আন্তর্জাতিক সাফল্য না পেলেও মার্টিনেজের বেলজিয়াম দীর্ঘদিন রাজত্ব করেছে ফিফা র‍্যাংকিংয়ে ।

কোচ হিসেবে পর্তুগাল ফিফা র‍্যাংকিং সাফল্য না , মার্টিনেজের কাছে চায় ট্রফি । ৪৯ বছর বয়সী মার্টিনেজের প্রথম মিশন ইউরো ২০২৪ সালের বাছাই পর্ব । ২০১৬ সালে পূর্বসূরি স্যান্তস পর্তুগীজদের এনে দিয়েছিলেন প্রথম ইউরোপিয়ান ট্রফি । সেই সাফল্যের পুনরাবৃত্তি কি করতে পারবেন মার্টিনেজ ? তারচেয়ে বড় প্রশ্ন , আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কি তিনি ডাকছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে ?

২০১৬ সালে পর্তুগালের ইউরো শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো । ইনজুরির কারণে ফাইনালের শুরুতেই ছিটকে যেতে হয় তাঁকে । সেমি ফাইনালসহ আসরে তিন গোল করেন রোনালদো । পরবর্তী ২০২১ সালের আসরে ছিলেন সেরা গোলদাতা । ইউরো ইতিহাসে সবচেয়ে বেশী ১৪ গোলের মালিক রোনালদো । এমনকি , বাছাই পর্বেও সবচেয়ে বেশী ৪৫ গোল রোনালদোর নামের পাশে ।

রোনালদো ইউরোপের ‘রাজা’ । শাসন করেছেন পুরো ফুটবল বিশ্ব । আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশী ১১৮ গোল তাঁর নামের পাশে । এছাড়া , আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশী ১৯৬ ম্যাচ খেলার রেকর্ডে রোনালদো সঙ্গী কুয়েতের বদর আল-মুতাওয়ার । দু’জনেই ভেঙেছেন মালয়েশিয়ার সো চিন আনের ১৯৫ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড ।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশী ১০টি হ্যাট্রিকের মালিক রোনালদোর সময়টা ভাল যাচ্ছে না । ২০২২ সালের এপ্রিলে রোনালদো অনাগত সন্তান হারান । বান্ধবী জর্জিনার গর্ভে থাকা পুত্র-সন্তান দেখে নি পৃথিবীর আলো । যাকে রোনালদো এবং বান্ধবী জর্জিনার এক যৌথ শোকবার্তায় এটাকে ‘পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছিল । মুলত সেই সময়ের পর থেকেই রোনালদো ভেঙে পড়েন । যার প্রভাব পড়তে শুরু করে খেলার মাঠে । বনিবনা জটিলতা শুরু হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের সাথে ।

২০২২-২৩ মৌসুমের শুরুতেই ম্যান ইউ ছাড়তে চেয়েছিলেন রোনালদো । যোগ দেন নি ম্যান ইউর প্রাক-মৌসুম অনুশীলন সফরে । কিন্তু গুরু স্যার এলেক্স ফার্গুসনের মধ্যস্ততায় তিনি রয়ে যান ম্যান ইউতে । কিন্তু টেন হ্যাগের কাছে পান উপেক্ষা । ম্যাচের পর ম্যাচ রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা শুরু করেন টেন হ্যাগ । যার বিস্ফোরণ ঘটে কাতার বিশ্বকাপের সময় । রোনালদো কাতারে বসেই ছিন্ন করেন ম্যান ইউর সাথে সম্পর্ক ।

কাতার বিশ্বকাপে রোনালদোর শুরু ছিল দুর্দান্ত । প্রথম ম্যাচেই গড়েন বিশ্বরেকর্ড । ঘানার বিপক্ষে গোল করেন । হয়েছেন ম্যাচের সেরা । বনে যান টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার । কিন্তু নক আউট পর্বে রোনালদোকে বেঞ্চ করার অদ্ভুত খেয়াল চাপে স্যান্তসের মাথায় । সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে বেঞ্চে রেখে স্যান্তস মাঠে নামান তরুণ গঞ্চালো র‍্যামসকে । সেই ম্যাচে মাঠে নেমেই হ্যাট্রিক ভেল্কি দেখান র‍্যামস । তাতে কোয়ার্টার ফাইনালেও স্যান্তস রোনালদোকে রাখেন নি শুরুর একাদশে । কিন্তু মরক্কোর বিপক্ষে আর কাজে দেয় নি পর্তুগীজ কোচের দুঃসাহস । ০-১ গোলে ম্যাচ হেরে পর্তুগাল বিদায় নেয় বিশ্বকাপের মঞ্চ থেকে ।

মরক্কোর বিপক্ষে ম্যাচের পর স্যান্তসকে ধুয়ে দেন লুইস ফিগোর মতো সাবেক ফুটবলাররা । বিশ্বসেরা রোনালদোকে কাজে লাগাতে না পারার দায় নিয়েই চাকুরী হারান স্যান্তস । সেই জায়গাতেই এখন রবার্টো মার্টিনেজ ।

বিশ্বকাপের ৩৮ বছরে পা দিয়েছেন রোনালদো । অনেকেই মনে করেছিলেন , কাতার বিশ্বকাপ খেলেই বিদায় নেবেন তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে । কিন্তু রোনালদো সে পথে হাঁটেন নি । তিনি আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যেতে বদ্ধপরিকর । বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে । সৌদি পেশাদার লিগে আট ম্যাচে করেছেন নয় গোল । রোনালদো ফুরিয়ে গেছেন কিংবা তাঁর অদম্য ইচ্ছাশক্তির কোন ঘাটতি হয়েছে , এমন আলামত নেই । তাই কোচ মার্টিনেজ রোনালদোকে রেখেই ঘোষণা দিতে চলেছেন পর্তুগালের ইউরো বাছাই পর্বের স্কোয়াড ।

স্বনামধন্য সংবাদ-মাধ্যম ‘দা এথলেটিক’ জানিয়েছে , ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করা রোনালদোর সাথে আলাপ করেছেন মার্টিনেজ । জানিয়েছেন , জাতীয় দলের হয়ে খেলার আহ্বান । রোনালদো সানন্দে রাজী দেশের হয়ে মাঠে ফিরতে ।

ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের ‘জে’ গ্রুপে খেলবে পর্তুগাল । এখানে তাদের সঙ্গী বসনিয়া-হার্জেগোভেনিয়া , লুক্সেমবার্গ , আইসল্যান্ড , স্লোভাকিয়া আর লিঞ্চেনস্টাইন । আগামী ২৩ মার্চ লিসবনে লিঞ্চেনস্টেইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগীজদের বাছাই মিশন । পরবর্তী ম্যাচ ২৬ মার্চ লুক্সেমবার্গের বিপক্ষে ।

আসন্ন দুটি ম্যাচে রোনালদো পর্তুগীজ স্কোয়াডে থাকছেন , নিশ্চিত প্রায় । তবে এই দুটি ম্যাচ হবে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে টিকে থাকার পরীক্ষা । এই দুটি ম্যাচে উজ্জ্বল পারফর্মেন্স রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারকে ‘অক্সিজেন’ দেবে মনে করছে বিশেজ্ঞরা । যা হতে পারে পোড় খাওয়া রোনালদোর নতুন শুরু ।

আহাস/ক্রী/০০৫