Download WordPress Themes, Happy Birthday Wishes

ভারতে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

প্রতিবেশী দুই দেশ , ভারত আর পাকিস্তানের মধ্যে যুগ যুগ ধরেই চলে আসছে বৈরিতা । একাধিকবার নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়া এই দুই দেশের মধ্যে সম্পর্ক কখনই স্বাভাবিক ছিল না , এখনও নেই । পাকিস্তান আর ভারতের মধ্যে রাজনৈতিক যে বৈরিতা , সেটা গ্রাস করেছে ক্রীড়াঙ্গনকেও । দুই দেশের মধ্যে অনেক আগে থেকেই ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ । দুই দেশের মধ্যে শুধু দেখা হয় বড় কোন টুর্নামেন্টে । যেমন- সর্বশেষ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে দেখা হয়েছিল পাকিস্তান আর ভারতের ।

এদিকে , আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ । আসন্ন বিশ্বকাপে অংশ নিতে প্রতিবেশী দেশটিতে যাবে না পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম ‘জিও নিউজ’।

পাকিস্তানের সরকার ভারতের মাটিকে নিরাপদ মনে করছে না । পাকিস্তানের সরকার মনে করছে , ভারতে বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে নৃশংসতা চলছে এবং উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলিম জনগোষ্ঠীকে কোণঠাঁসা করছে তাতে করে পাকিস্তান দলের জন্য এই সফর ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি দেশ দুটির মধ্যে লম্বা সময় ধরে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব তো রয়েছেই। তাই ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান সরকার। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সরকারের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করে এ বিষয়ে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেছেন, ‘ভারতে বর্তমানে মুসলমানরা নিদারুণ নৃশংসতার শিকার হচ্ছে। বিশেষ করে উগ্রবাদী হিন্দুরা মুসলিম কমিউনিটির ওপর নানারকম অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হেন কোন কাজ নেই যা তারা করছে না। এমন সময়ে আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে দিতে পারি না। পাশাপাশি আমরা পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের শঙ্কা রয়েছে। সুতরাং আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে খেলতে যেতে দিতে পারি না।’

তবে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের বিষয়ে ভারত যেমন ঢিল মেরেছিল। তার জবাবে পাকিস্তান পাটকেল ছুড়লো।

২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তারা খুব করে চাচ্ছে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে। কিন্তু ভারত সেখানে যেতে চাচ্ছে না নিরাপত্তার কারণ দেখিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবশেষ সভার আলোচনা অনুযায়ী পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে এশিয়া কাপ।

অন্যদিকে পাকিস্তান সেপ্টেম্বরে নিজ দেশেই এটা আয়োজন করতে চাচ্ছে। ভারতের ওপর চাপ তৈরি করতেই হয়তো পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পাকিস্তান যদি নিজ দেশে এশিয়া কাপ আয়োজন করতে না পারে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে। তাহলে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাবে না।

আহাস/ক্রী/০০৭