
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বিশ্ব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোন সন্দেহ নেই । ব্যক্তিগত কিংবা দলীয় সাফল্যে তাদের ধারেকাছে নেই কেউ । গত দেড় দশক জুড়ে রোনালদো আর মেসি ফুটবলকে শাসন করেছেন , এটা সত্য । সেরার পর্যায়ে তাদের দুজনকে চ্যালেঞ্জ জানাবার মতো সাম্প্রতিক সময়ে কেউ আসে নি । লুকা মদ্রিচ , রবার্ট লেভেন্ডস্কি আর করিম বেঞ্জেমারা তাদের সাম্রাজ্যে সাময়িক হামলা চালিয়েছেন , কিন্তু রাজত্ব দখল করতে পারেন নি । হয়ে উঠতে পারেন নি রোনালদো আর মেসির প্রতিপক্ষ ।
সম্ভাবনা ছিল নেইমারের । ব্যক্তিগত পর্যায়ে এই ব্রাজিলিয়ান অসাধারণ ফুটবলার । ২০১৩ সালে এককভাবে ব্রাজিলকে কনফেডারেশন্স ট্রফি জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলে সাড়া ফেলেন । সবাই ভেবেছিল , ফুটবলে নতুন নায়কের আবির্ভাব হয়েছে । কিন্তু লাগাতার ইনজুরি আর খেয়ালী জীবনে অভ্যস্ত নেইমার সেরা সেরা হতে পারেন নি । থেকেছেন বড় তারকা হয়েই ।
মজার ব্যাপার হল , বড় কোন বিশ্ব শিরোপা বা আন্তর্জাতিক ট্রফি না জিতেও নেইমার কিন্তু রোনালদো আর মেসির চেয়ে কম তারকাখ্যাতি পান নি । তিনি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের তকমা । বানিউজ্যিক প্রতিষ্ঠান তাঁর পেছনে ছুটেছে হন্যে হয়ে । যেমন- বুট থেকে আয়ের হিসেবে তাদের দুজনের থেকে ঢের এগিয়ে নেইমার।
২০২০ সালে বিশ্বের শীর্ষ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষ হয় নেইমারের। এরপর জার্মান প্রতিষ্ঠান পিউমার সঙ্গে নতুন চুক্তি করেন এই স্ট্রাইকার। সে চুক্তির অংশ হিসেবে পিউমার বুট পায়ে দিয়ে বছরে২ কোটি ৫৯ লাখ ইউরো বা ২৯০ কোটি টাকা আয় করেন নেইমার। যা ক্রীড়া ইতিহাসে পৃষ্ঠপোষক কোম্পানির সঙ্গে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তি। চুক্তিপত্রে আরও বেশি আয়ের সুযোগ আছে নেইমারের। চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে বছরে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা বোনাস পাবেন তিনি।
হাল সময়ের সবচেয়ে বড় তারকাদের একজন লিওনেল মেসি। তার সাথে আজীবনের জন্য চুক্তি রয়েছে আরেক জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসের। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয়া মেসি প্রতিবছর ২ কোটি ৩ লাখ ইউরো বা ২২৬ কোটি টাকা পায় অ্যাডিডাসের কাছ থেকে। যা তার পিএসজি সতীর্থ নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ।
শীর্ষ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তালিকায় সবার উপরে নাইকি। কোম্পানিটির সাথে আজীবনের জন্য চুক্তি করেছেন আরেক তারকা ফুটবলার রোনালদো। নাইকির বুট পরে খেলতে নেমে বছরে ১ কোটি ৬৯ লাখ ইউরো বা ১৮৯ কোটি টাকা পান বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো। যা নেইমারের চেয়ে ১০১ কোটি টাকা কম।
পায়ের গোড়ালিতে চোট পেয়ে সব ধরনের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন নেইমার। এতে পিএসজির জার্সিতে শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যায়নি এ তারকাকে। চলতি মৌসুমে তিনি আর মাঠে নামতে পারবেন কিনা সন্দেহ । তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এ ব্রাজিলিয়ান তারকার ব্রান্ড ভ্যালুতে ভাটা পড়েনি।
আহাস/ক্রী/০০৬