
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে গিয়েছিল ব্রাজিল । ভেঙেছিল ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন । স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে বিশ্বকাপের পরেই ব্রাজিলের কোচ তিতে অব্যাহতি নেন দায়িত্ব থেকে । সেই থেকে ব্রাজিল দলে কোন স্থায়ী কোচ নেই । যদিও মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে র্যামন মেঞ্জেসকে ।
মেঞ্জেসের অধীনে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল জিতেছে কোপা আমেরিকা । তবে তাঁকে স্থায়ীভাবে দায়িত্ব দেয়ার ইচ্ছে নেই ব্রাজিলের । বরং দেশটির ফুটবল ফেডারেশন কোন ইউরোপিয়ান কোচকেই চায় নেইমারদের গুরুর পদে । ইতোমধ্যে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে শোনা গেছে জিনেদিন জিদান , পেপে গার্দিওলা আর কার্লো আঞ্চেলত্তিদের নাম । যার সাথে যোগ হয়েছে জোয়াকিম লো ।
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানিকে শিরোপা জিতিয়েছেন লো । সে আসরের সেমি ফাইনালে লোর জার্মানির কাছে সাত গোল হজম করে সেলেকাওরা । যা ব্রাজিল ইতিহাসের সবচেয়ে বড় হার । ২০০৬ সাল থেকে লো ২০২১ সাল পর্যন্ত জার্মানি দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন । তাঁর অধীনে ২০১০ বিশ্বকাপে তৃতীয় হয় জার্মানি । ২০১৭ সালে জিতেছে ফিফা কনফেডারেশন্স কাপ । ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে লোর জার্মানি ।
২০১৪ সালে ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারজয়ী লোর প্রতি আগ্রহী ব্রাজিল , এমনটাই জানিয়েছে ‘ডেইলি মেইল’ । ২০২১ সালের ইউরোর পর থেকে অবসর সময় কাটাচ্ছেন লো । সম্প্রতি ‘কিকার’ নামক একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন , ‘ আমি আবার ফুটবলে ফিরছি । ফুটবলের উত্তেজনা আমাকে টানছে । ‘
কিকারে দেয়া সাক্ষাৎকারের পর ব্রাজিলের কোচ হবার গুঞ্জন , তাই অনেকেই লো’কে নিয়ে ভাবতে শুরু করেছে । ইতোমধ্যে কার্লো আঞ্চেলত্তি আর পেপে গার্দিওলা জানিয়েছেন , তারা কেউ ক্লাবের দায়িত্ব ছেড়ে আন্তর্জাতিক ফুটবলে যাচ্ছেন না । জিনেদিন জিদানের সম্ভাবনা রয়েছে পিএসজির পরবর্তী কোচ হবার । সেই তুলনায় লো’কে বগলদাবা করা কঠিন না ব্রাজিলের জন্য । কারণ এই মুহূর্তে তিনি কোন ক্লাব বা দেশের সাথে জড়িয়ে নেই । নিজেও আগ্রহী আন্তর্জাতিক ফুটবলে । সব মিলিয়ে লোর ব্রাজিলের কোচ হবার খবর সত্যি হলেও হতে পারে ।
আহাস/ক্রী/০০৮