Download WordPress Themes, Happy Birthday Wishes

বার্সেলোনার রেফারি কাণ্ডে ফেঁসে যাচ্ছেন লুইস এনরিকে !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বার্সেলোনার ইতিহাসে অন্যতম সফল চরিত্র লুইস এনরিকে । বর্তমানে স্পেন জাতীয় দলের ম্যানেজার তিনি । চার মৌসুম কাজ করেছেন বার্সার ম্যানেজার হিসেবেও । তাঁর অধীনে বার্সেলোনা পরিনত হয়েছিল বিশ্বের সেরা দলে । কিন্তু সম্প্রতি রেফারিকে ঘুষ প্রদানের ঘটনায় এনরিকের সময়ে বার্সার সাফল্য নিয়ে উঠেছে প্রশ্ন ।

২০১৪ সালের মে মাসে বার্সার কোচ হিসেবে দায়িত্ব নেন লুইস এনরিকে । তাঁর অধীনে বার্সেলোনা জিতেছে দুটি স্প্যানিশ লা লিগা , তিনটি কোপা ডেল রে , একটি করে স্প্যানিশ সুপার কাপ , উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ , উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপ । বার্সেলোনাকে চার মৌসুমে ৯টি ট্রফি জিতিয়ে ২০১৭ সালের মে মাসে দায়িত্ব ছাড়েন এনরিকে ।কিন্তু সেই সময়ে বার্সেলোনা  ছিল রেফারি ক্রয়ের মতো  জঘন্য আর  অনৈতিক কাণ্ডে  লিপ্ত । 

বার্সেলোনার বিরুদ্ধে আদালতে উঠেছে রেফারিকে ঘুষ দেয়ার অভিযোগ । ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে।যার মধ্যে শুধু ২০১৬-১৮ পর্যন্ত দেয়া হয়েছে ১৪ লাখ ইউরো । ——এই খবরের সত্যতা খুঁজতে যেয়ে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসছে ।

স্প্যানিশ দৈনিক ‘কাদেনা সার’ প্রথম ফাঁস করে বার্সেলোনার রেফারি কেলেঙ্কারির ঘটনা । তাদের দাবী , দাবি, ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা।

তবে নেগরেইরাকে সরাসরি এই অর্থ প্রদান করেনি বার্সেলোনা। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে (ডিএএসএনআইএল) এই অর্থ প্রদান করে বার্সেলোনা। ক্লাবটির বিপক্ষে একটি অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে কাদেনা সার।

অভিযোগ ওঠার পর স্পেনের কর বিভাগ পুরো বিষয়ের তদন্ত শুরু করে । নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। তদন্তে বার্সেলোনা কর্তৃক রেফারি ক্রয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে । তাই বার্সার বিরুদ্ধে শুক্রবার (১০ মার্চ ) আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন রাষ্ট্রপক্ষের আনজীবীরা। যা এখন বিচার শুরুর অপেক্ষায় ।

এদিকে , উল্লিখিত সময়ে বার্সেলোনার কোচ থাকায় সন্দেহের আওতায় পড়েছেন লুইস এনরিকে । ‘এল পাইস’ এবং ‘মুণ্ডো ডেপোর্টিভো’সহ একাধিক দৈনিক জানিয়েছে , বার্সেলোনার কমপক্ষে দুজন সাবেক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । যাদের একজন লুইস এনরিকে । তিনি নিজের প্রথম মৌসুমেই বার্সেলোনার কোচ হিসেবে ট্রেবল জিতেছেন । সেই সময়েই নেইমার , লুইস সুয়ারেজ আর লিওনেল মেসিদের নিয়ে গড়ে তোলেন অপ্রতিরোধ্য বার্সেলোনা ।

তবে , এনরিকের অপ্রতিরোধ্য বার্সেলোনা এখন প্রশ্নিবদ্ধ । রেফারিদের সহায়তায় স্পেনের ঘরোয়া ফুটবলে বার্সার সাফল্য পাওয়া স্পষ্ট হয়ে উঠছে । যদিও বার্সার সাথে রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট নেগরেইরার চুক্তি হয়েছে কর্মকর্তা পর্যায়ে । কিন্তু কোচ হিসেবে এনরিকের এমন ঘটনা না জানার কথা না । তাই তাঁকেও আনা হতে পারে সাক্ষির আওতায় , আভাস দিয়েছে স্প্যানিশ সংবাদ-মাধ্যম ।

সব মিলিয়ে বার্সার রেফারি ক্রয়ের ঘটনা দিন দিন জটিল হচ্ছে । সন্দেহের ধোঁয়া পরিনত হচ্ছে আগুনে । যে উত্তাপ থেকে লুইস এনরিকে , পেপে গার্দিওলা , আর্নেসটো ভেলভার্দের মতো সাবেক কোচরা নিজেদের বাঁচাতে পারবেন বলে মনে হয় । তাদের গায়ে আঁচ আসছে । এমনকি মেসি , নেইমার আর সুয়ারেজদের দাঁড়াতে হতে পারে আদালতের কাঠগড়ায় ।

বিস্তারিত আসছে…

আহাস/ক্রী/০০৮