
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
স্পেনের জনপ্রিয় ক্লাব বার্সেলোনার বিপক্ষে রেফারি ক্রয়ের অভিযোগ উঠেছে । যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছে কাতালানরা । তাতে অবশ্য কাজ হচ্ছে না । ইতোমধ্যে বার্সেলোনার বিরুদ্ধে স্পেনের আদালতে দাখিল করা হয়েছে অভিযোগ-পত্র ।
বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ রেফারি কমিটির সহ-সভাপতি এনরিকেজ নেগরেইরাকে ঘুষ দেওয়ার অভিযোগ আনে স্প্যানিশ দৈনিক ‘কাদেনা সার’ । তারা জানায় , ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৩ মৌসুম বার্সেলোনা এনরিকেজ নেগরেইরাকে নিয়মিত অর্থ প্রদান করেছে । যার মধ্যে শুধু ২০১৬-১৮ পর্যন্ত দেয়া হয়েছে ১৪ লাখ ইউরো । ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনরিকেজ নেগরেইরা।
স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা।
তবে নেগরেইরাকে সরাসরি এই অর্থ প্রদান করেনি বার্সেলোনা। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে (ডিএএসএনআইএল) এই অর্থ প্রদান করে বার্সেলোনা। ক্লাবটির বিপক্ষে একটি অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে কাদেনা সার।
অভিযোগ ওঠার পর স্পেনের কর বিভাগ পুরো বিষয়ের তদন্ত শুরু করে । নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। তদন্তে বার্সেলোনা কর্তৃক রেফারি ক্রয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে । তাই বার্সার বিরুদ্ধে শুক্রবার (১০ মার্চ ) আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন রাষ্ট্রপক্ষের আনজীবীরা।
বার্সেলোনার একটি আদালতের শুনানিতে জানানো হয়, বার্সেলোনা ক্লাবের সাবেক কর্মকর্তা এবং নেগ্রেইরাকে দুর্নীতি, বিশ্বাস লঙ্ঘন এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ড এর জন্য অভিযুক্ত করা হয়েছে।
এর আগে নেগরেইরা আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘দায়িত্বে থাকাকালীন বার্সেলোনাকে কোনো সুবিধা তিনি দেননি। পরামর্শমূলক কাজের জন্য তাকে এই অর্থ প্রদান করেছিল ক্লাবটি। ম্যাচের সময় রেফারির সঙ্গে খেলোয়াড়দের কেমন আচরণ করা উচিত, এসব বিষয়ে পরামর্শ দেয়ার বিষয় ছিল সেখানে। এ ছাড়া ম্যাচের রেফারি কে থাকবেন, তার ওপর নির্ভর করে তারা কী করতে পারবে বা কী করতে পারবে না, সে বিষয়েও তিনি পরামর্শ দিতেন।’
বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউ এ প্রসঙ্গে বলেছেন, ২০১৮ সাল পর্যন্ত অবিরত অর্থ প্রদান করা হয়েছিল।
তবে ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট হুয়ান গাসপার্তে বলেন, এসব অর্থপ্রদানের কোনো রেকর্ড নেই।
বার্সার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও সরাসরি এ অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, বার্সা কখনও রেফারি কেনেনি। বার্সার কখনও এ রকম উদ্দেশ্যও ছিল না। কখনোই না।’
অস্বীকার করলেও সম্ভবত সহজে পার পাচ্ছে না বার্সেলোনা । আদালতে দোষী সাব্যস্ত হলে বার্সেলোনাকে পড়তে হবে বড় শাস্তির মুখে । লা লিগা থেকেও তাদের বহিস্কার করে নামিয়ে দেয়া হতে পারে দ্বিতীয় বিভাগে ।
আহাস/ক্রী/০০২