Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড স্কোয়াডে পরিবর্তন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ । চলছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ । ইংল্যান্ডের পর খেলতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে । সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল ।

বাংলাদেশের মাটিতে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড । ইতোমধ্যে তিন ফরম্যাটে দলও ঘোষণা করা হয়েছিল । তবে শেষ মুহূর্তে আইরিশ স্কোয়াডে আসছে পরিবর্তন । তিন ফরম্যাটেই আইরিশদের দলে সুযোগ পেয়েছেন ফিওন হ্যান্ড।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে ওয়ানডে খেলবেন না পেসার জশ লিটল। তার পরিবর্তে ওয়ানডে দলে ঢুকেছেন ফিওন হ্যান্ড। ইনজুরির কারণে ছিটকে যাওয়া কনর ওলফার্টের পরিবর্তেও দলে জায়গা করে নেন হ্যান্ড। সীমিত ওভারের সিরিজের পাশাপাশি তাকে টেস্ট দলেও যুক্ত করা হয়েছে। এর আগে টি-টোয়েন্টি ছাড়া আর কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি হ্যান্ড। আইরিশদের জার্সিতে ৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড। ওইবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে। প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে বাংলাদেশের মুখোমুখি হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ।

একমাত্র টেস্টটি আয়োজিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা আছে আইরিশদের। পুরো সিরিজে আইরিশদের নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বলবার্নি । 

ওয়ানডে স্কোয়াড

অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস,ফিওন হ্যান্ড , অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার ও বেন হোয়াইট।

টি-টোয়েন্টি স্কোয়াড

অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, রস অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট।

টেস্ট স্কোয়াড

অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, মারে কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লোরকান টাকার ,ফিওন হ্যান্ড   ও বেন হোয়াইট।

আহাস/ক্রী/০০৭