Download WordPress Themes, Happy Birthday Wishes

বলির পাঁঠা অধিনায়ক শাদাব খান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

টানা দুই হারে পাকিস্তান তিন ম্যাচের সিরিজ খুইয়েছে আফগানিস্তানের কাছে । তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আফগানিস্তান জিতেছিল ৬ উইকেটের ব্যবধানে । যা ছিল যে কোন ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে আফগানদের প্রথম জয় ।

শারজাহতে চলমান সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কোন জয় কোন ‘ফ্লুক’ ছিল না । সেটা প্রমাণ হয়েছে দ্বিতীয় ম্যাচেই । আফগানিস্তান সাত উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে । সেই সাথে পাকিস্তানের বিপক্ষে জিতেছে ঐতিহাসিক সিরিজ , যা তাদের ক্রিকেটে প্রথম ।

এদিকে , আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পরেই সমালোচনার শিকার হয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান । আফগান সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে । এছাড়া নেই মোহাম্মদ রিজওয়ান , শাহিন শাহ আফ্রিদি , ইনফর্ম মোহাম্মদ নেওয়াজ , ফখর জামান আর হ্যারিস রউফের মতো পরীক্ষিত ক্রিকেটার । সদ্য সমাপ্ত পাকিস্তান প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে সুযোগ পেয়েছেন তায়েব তাহির, জামান খান, ইহসানউল্লাহ, আজম খান ও সাইম আইয়ুবের মতো তরুণরা। কিন্তু পিএসএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক না , সেটা প্রমাণ করেছে আফগানিস্তান ।

আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে চার পাকিস্তানী আজম খান , আইম আইয়ুব , তায়েব তাহির আর ইহসানুল্লাহর । কিন্তু দুই ম্যাচে কেউই নিজেদের প্রমাণ করতে পারেন নি । দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ইমাদ ওয়াসিম আর শাদাব খানের মতো পূরনোরাই লড়াই করেছেন । ইহসানুল্লাহ দুই ম্যাচে তিন উইকেট নিয়েছেন ।

দোষ কারো থাকলে সেটা পিসিবি’র । আফগানিস্তান সাম্প্রতিক সময়ে বেশ লড়াই করছে পাকিস্তানের সাথে । টি-টুয়েন্টি বিশ্বকাপে তাদের হারাতে পাকিস্তানকে বেগ পেতে হয়েছে । বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হেরেছে পাকিস্তান । তবু আফগানদের হাল্কাভাবে নেয়ার দায় পিসিবি’র । অথচ সিরিজ হারের পর বলির পাঁঠা হচ্ছেন শাদাব খান ।

শুধু খেলোয়াড় না , কোচ নিয়েও নাটক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । সাকলাইন মুশতাকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর পরিপূর্ণ কোচিং স্টাফ পায়নি পাকিস্তান ক্রিকেট দল। গুঞ্জন উঠেছিল, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মিকি আর্থারকে হেড কোচ হিসেবে আনতে যাচ্ছে দেশটি। কিন্তু কোথায় কি ? আফগান সিরিজে আপৎকালীন কোচ দিয়েই কাজ চালাচ্ছে পাকিস্তান । আর সেই অন্তর্বর্তী কোচ নিয়েও আছে বেশ নাটক। প্রথমে মোহাম্মদ ইউসুফকে হেড কোচ ঘোষণা করেছিল পিসিবি। কিন্তু একদিন পরেই আফগান সিরিজে প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয় আবদেল রেহমানের নাম ।

এমন সব ঘটনায় আফগান সিরিজ নিয়ে পিসিবি’র মানসিকতা সহজেই অনুমেয় । কিন্তু দায় কাঁধে নিচ্ছেন শাদাব খান । প্রথম ম্যাচের পরেই আফগানদের কাছে হারের দায় শাদাবের ওপর চাপিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত ২-৩ বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল।সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’

একই সুরে শাদাবের অধিনায়ত্ব নিয়ে তোপ দাগিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সালমান বাট, ‌‌‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের ব্যবহার করেছে। এমনকি সে নিজেও করেছে দ্রুতগতির বল। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’

যদিও প্রথম ম্যাচের পর শাদাব খান তরুণদের পক্ষে সাফাই গেয়েছিলেন । জানিয়েছিলেন , দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে তাঁর দল । ক্লিন্তু সেটা হয় নি । উল্টো সিরিজ হারের জ্বালায় পাকিস্তানের মুখরা সাবেক ক্রিকেটাররা শাদাব খানকে কিভাবে ধুয়ে দেয় , সেটা দেখার বিষয় ।

আহাস/ক্রী/০০৯