
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
রবার্টো ফিরমিনিও লিভারপুলের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন । দীর্ঘ আট মৌসুম পর নিজের ইচ্ছেতেই অল রেডদের সাথে বিচ্ছেদ ঘটাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলার । যদিও লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ তাঁর বিশ্বস্ত সৈনিককে ছাড়তে নারাজ । কিন্তু ব্রাজিলিয়ান তারকা মৌসুম শেষে অল রেডদের ঠিকানা বদলাবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ।
২০১৫-১৬ মৌসুমে জার্মানির হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেন ফিরমিনহো । মাঝেমাঝে একাধিকবার করেছেন নতুন চুক্তি । সেই চুক্তিও শেষ হচ্ছে ২০২২-২৩ মৌসুমের জুনে । ইতোমধ্যে লিভারপুলের সাথে নতুন চুক্তি করবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড । ২০১৫ সালের জুনে হফেনহেইম থেকে ২৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে এসেছিলেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড ।
লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫৩ ম্যাচে ১০৭ গোল করেছেন ফিরমিনহো । সাথে এসিস্ট ৭০টি । জিতেছেন দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ , একটি করে ইংলিশ প্রিমিয়ার লীগ , ইংলিশ লীগ কাপ , এফএ কাপ , উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপ । অর্থাৎ লিভারপুলের হয়ে কোন কিছু জয়ের বাকী নেই তাঁর ।
এদিকে , ফিরমিনিওর লিভারপুল ছাড়ার খবরে নড়েচড়ে বসেছে বেশ কিছু ক্লাব । যাদের মধ্যে আছে সৌদি আরবের আল নাসের । যারা চলতি বছরের শুরুতে বিশ্বসেরা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিয়েছে বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরো চুক্তিতে ।
ক্রীড়া-সাংবাদিক বেন জ্যাকবসের বরাত দিয়ে ইউরোপের কয়েকটি সংবাদ-মাধ্যম জানিয়েছে , ফিরমিনিও পাওয়ার জন্য আমেরিকার মেজর লীগ সকারের আটলান্টা ইউনাইটেড আগ্রহী । তবে তাদের তাদের চেয়ে অনেক বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল নাসের ।
বেন জ্যাকবস জানিয়েছেন , ৩১ বছর বয়সী ফিরমিনিও এখন ইউরোপের সেরা লিগে খেলতে সক্ষম । চলতি মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ১০ গোল আর ৫ এসিস্ট । পরিস্কার বোঝা যাচ্ছে , এখনও নিজের সেরা ফর্মেই আছেন তিনি । তাই তাঁর উচিৎ হবে না ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে যাওয়া !
জ্যাকবস দাবী করেছেন , ফিরমিনিও এখনও বায়ার্ন মিউনিখ কিংবা ইন্টার মিলানের মতো দলের দৃষ্টি আকর্ষণে সক্ষম । তাই নিজের পরবর্তী গন্তব্য সম্পর্কে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন ফিরমিনিও , আশা করছেন জ্যাকবস।
এদিকে লিভারপুলের কোচ ইউর্গেন ক্লপস বলেছেন , ‘ফিরমিনিও অসাধারণ ফুটবলার । আমরা তাঁকে ধরে রাখতে চেয়েছিলাম । কিন্তু সে থাকতে রাজী না ।’
লিভারপুলে সাদিও মানে আর মোহাম্মদ সালাহর সাথে ফিরমিনিও গড়ে তুলেছিলেন আক্রমণভাগের ‘ত্রিফলা’ ।যারা রিয়েল মাদ্রিদের বিবিসি (বেঞ্জেমা , বেল , ক্রিস্টিয়ানো রোনালদো) আর বার্সেলোনার এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) এর পর সবচেয়ে কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে । ২০১৯-২০ মৌসুমে এই তিনজনই ছিলেন দারুণ ছন্দে। ওই মৌসুমে ৩০ বছরের মধ্যে নিজেদের প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল।এই ত্রয়ী’র কল্যাণে লিভারপুল ফিরে পায় পুরনো জৌলুস ।
২০২১-২২ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন সাদিও মানে । যোগ দেন জার্মানির বায়ার্ন মিউনিখে । তাতে লিভারপুলের ত্রিফলা ভেঙে যায় । এবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনিও । তাতে ইতি ঘটছে লিভারপুলের সফল অধ্যায়ের । লিভারপুলে ২০১৭-১৮ মৌসুমে ছিলেন অনবদ্য । এক মৌসুমে ক্যারিয়ার সেরা ২৭ গোলের সাথে করেছেন ১৬এসিস্ট ।
চলতি মৌসুমে পেশীর চোট কাটিয়ে ফেরার পর থেকে দলে জায়গা পেতে লড়াই করতে হচ্ছে ফিরমিনিওকে । এখন দিয়াগো জোতা , লুইস ডায়েস , কোডি গ্যাকপো , ডারউইন নুনেজেদের কারণে নিয়মিত মাঠে নামা দুস্কর হয়ে উঠছে । নামলেও খেলার সময় পাচ্ছেন কম । সব মিলিয়ে লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যোগ দেয়া শ্রেয় মনে করছেন ফিরমিনহো ।
ফিরমিনহো ব্রাজিলের হয়ে ৫৫ ম্যাচে ১৭ গোল করেছেন । যদিও প্রথম পছন্দ হিসেবে মাঠে নামার সুযোগ বেশী পান নি । কিন্তু তবু ছিলেন ব্রাজিলের সুপার-সাব হিসেবে অন্যতম ভরসা । ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছেন । ২০১৮ সালে ব্রাজিলের সেরা ‘সাম্বা’ এ্যাওয়ার্ড জিতেছেন । দুর্ভাগ্য তাঁর , কাতার বিশ্বকাপে ইনজুরির কারনে ডাক পান নি তিতের স্কোয়াডে ।
আহাস/ক্রী/০০৪