Download WordPress Themes, Happy Birthday Wishes

পোল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগের দুই আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরের মুকুটও ধরে রাখতে চান রুহুল তরফদাররা। সেই লক্ষ্যে প্রথম ম্যাচেই বাংলাদেশ উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে ।

তবে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে দলের অন্যতম দুই খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে এই টুর্নামেন্টে নেই জিয়াউর রহমান ও লিটন আলী। দুজনেরই অভিজ্ঞতা আছে ভারতের প্রো-কাবাডি লিগে খেলার। তাঁদের শূন্যতা পূরণের দায়িত্ব চেপেছে মনিরুল ইসলাম, সবুজ প্রধান ও নাসির উদ্দিনদের কাঁধে।

টুর্নামেন্ট উপলক্ষে রবিবার (১২ মার্চ) ট্রফি উন্মোচন ও গ্রুপিং অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘এ’তে লড়বে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রুপ ‘বি’তে খেলবে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। গ্রুপে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল চলে যাবে সেমিফাইনালে।

সোমবার (১৩ মার্চ) উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছেড়েছে বাংলাদেশ দল। যদিও খেলার প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। অধিনায়ক তুহিন তরফদার ও অন্য রেইডারদের দক্ষতায় পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।

আহাস/ক্রী/০০৯