Download WordPress Themes, Happy Birthday Wishes

ন্যাপলি পেলো ১১৮ বছরের ইতিহাসে সেরা সাফল্য

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে ন্যাপলি । নক আউট পর্বে জার্মানির ফ্রাংকফুটকে উড়িয়ে দিয়ে ন্যাপলি পেয়েছে ঐতিহাসিক সাফল্য ।

মঙ্গলবার (১৫ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে নিজেদের মাঠে খেলতে নামে ন্যাপলি । প্রতিপক্ষ ফ্রাংকফুর্ট । দুই দলের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় জার্মানির ক্লাবের মাঠে । সেই ম্যাচ ন্যাপলি জিতেছিল ২-০ গোলে । মুলত প্রথম পর্বের ম্যাচ শেষেই কোয়ার্টার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল ন্যাপলির । যা বদলাতে অসাধ্য সাধন করতে হত ফ্রাংকফুর্টের । সেটা হয় নি ।

দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচটি ন্যাপলি জিতেছে ৩-০ গোলে । তাতে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত হয়েছে ন্যাপলির ।

ন্যাপলির হয়ে জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমান । নাইজেরিয়ার ফরোয়ার্ড চলতি মৌসুমে সব মিলিয়ে করলেন ২৩ গোল । চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলের সংখ্যা চারটি । এছাড়া ১৯ গোল নিয়ে তিনি শীর্ষে আছেন ইটালিয়ান লিগে ।

দলের অন্য গোলটি পেনাল্টি থেকে করেছেন পিওতর জিলেনেস্কি ।

কিংবদন্তী ম্যারাডোনার অধীনে ১৯৮৮-৮৯ মৌসুমে উয়েফা কাপ জিতেছিল ন্যাপলি । যা বর্তমানে উয়েফা ইউরোপা লীগ নামে পরিচিত । কিন্তু ম্যারাডোনা কখনও ন্যাপলিকে ইউরোপিয়ান কাপ জেতাতে পারেন নি । কিংবা পার করাতে পারেনি নক আউট বাঁধা ।  যা বর্তমানে চ্যাম্পিয়ন্স লীগ নামে পরিচিত । ম্যারাডোনা যা পারেন নি , সেটা করে দেখিয়েছেন ওসিমানরা । এটিই  ন্যাপলির ১১৮ বছরের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ সাফল্য।

ম্যারাডোনার সময়েই ১৯৮৯০-৯০ মৌসুমে শেষবার ইটালিয়ান লিগের শিরোপা জিতেছিল ন্যাপলি । চলতি মৌসুমে সেই শিরোপাও হাতের নাগালে । ইতোমধ্যে ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে তারা । সমান ম্যাচে ৫০ পয়েন্ট পাওয়া ইন্টার মিলান দ্বিতীয় স্থানে । বিশাল ব্যবধানে এগিয়ে থাকা ন্যাপলির ইটালিয়ান সিরি ‘এ’ জয় শুধু সময়ের ব্যাপার বলা যায় । সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথ চলাও দুর্দান্ত । মৌসুম শেষে বর্তমান ন্যাপলি কোথায় থামে , সেটাই দেখার বিষয় ।

আহাস/ক্রী/০০২