
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলতি বছরের শুরুতেই ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল জিতেছে যুবাদের কোপা আমেরিকা টুর্নামেন্ট । কলম্বিয়ার মাটিতে আয়োজিত আসর জিতে ইতোমধ্যেই তারকায় পরিনত হয়েছে আন্দ্রে স্যান্তস আর ভিট্টর রকিরা । স্যান্তস তো যোগ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দল চেলসিতে । রকিকেও দলে ভেড়াতে চলেছে স্পেনের জায়ান্ট বার্সেলোনা । ইতোমধ্যে তারা দুজন জায়গা করে নিয়েছেন ব্রাজিল জাতীয় দলেও । মরক্কোর বিপক্ষে চলতি মাসেই তাদের অভিষেক হয়ে যেতে পারে আন্তর্জাতিক ফুটবলে ।
এদিকে , যুব ব্রাজিলের কোপা আমেরিকাজয়ী ব্রাজিল দলের পেদ্রিনহোর উপরেও নজর দিয়েছে ইউরোপের নামী কয়েকটি ক্লাব । যাদের মধ্যে আছে হল্যান্ডের আয়াক্স আর জার্মানির বুরুশিয়া ডর্টমুণ্ড । এছাড়া ইংল্যান্ডের নিউ ক্যাসেল ইউনাইটেড জোর দিয়েছে আগামী মৌসুমে পেদ্রিনহোকে দলে নিতে । ইতোমধ্যে পেদ্রিনহোর জন্য ২০ মিলিয়ন ইউরো প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ম্যাগপাইরা ।
২০২১ সালের অক্টোবরে নিউ ক্যাসেল কিনে নিয়েছে সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ), পিসিপি ক্যাপিটাল পার্টনার্স এবং আরবি স্পোর্টস মিডিয়া । সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পিআইএফ—এই তহবিলের প্রধান। ইংলিশ ফুটবলের সাদামাটা দল সৌদির পেট্রো ডলারে দেখছে পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন । পিএসজি , ম্যানচেস্টার সিটি আর এসি মিলানরা বর্তমানে মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারেই রমরমা অবস্থায় আছে । সেই একই পথে হাঁটছে নিউ ক্যাসেল । যারা এই মুহূর্তে লীগ টেবিলের পাঁচে থেকে দেখছে ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেলার স্বপ্ন ।
সক্ষমতা থাকলেও উয়েফার আর্থিক নীতির কারণে কোন দলের পক্ষে খেলোয়াড় কেনার জন্য বিপুল বিনিয়োগ সম্ভব না । সবাইকে একটা নির্দিষ্ট সীমায় রাখতে হয় দলবদলের খরচ । যে কারণে নিউ ক্যাসেল এগুচ্ছে ধীরেসুস্থে । আগামী মৌসুমে নেইমারদের পাওয়ার জন্যেও চেষ্টা চালাচ্ছে দলটি । দলে ভেড়াতে চাইছে প্রতিভাবান তরুণ । যাদের একজন পেদ্রিনহো ।
২০২২ সালের মার্চেই ব্রাজিলের বিখ্যাত ক্লাব করিন্থিয়ান্সের সাথে তিন বছরের চুক্তি করেছেন পেদ্রিনহো । কিন্তু সেই অবধি তিনি ব্রাজিলে থাকবেন বলে মনে হচ্ছে না । বরং করিন্থিয়ান্সও মোটা অংকে তাদের তরুণ উইঙ্গারকে ইউরোপের কোন দলের কাছে বিক্রি করতে আগ্রহী । ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাত ম্যাচে দুই গোল করা পেদ্রিহিনহোকে ২০ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফি’তে ছাড়তে রাজী না করিন্থিয়ান্স । তারা পেদ্রিনহোর রিলিজ ক্লজ রেখেছে ৫০ মিলিয়ন ইউরো ।
আহাস/ক্রী/০০৫