Download WordPress Themes, Happy Birthday Wishes

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশের যুবারা । সাত উইকেটের বড় হারে শুরু হয়েছে যুব দলের মিশন ।

শনিবার (১৮ মার্চ) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল । মাত্র ২২.৫ ওভারে বাংলাদেশের যুব দল অল আউট হয়েছে ৭৫ রানে । সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯ দশমিক ৫ ওভারেই ম্যাচ জিতে যায় আফগান যুবারা।

শুরুতে বিনা উইকেটে পাঁচ ওভারেই ২২ রান তুলেছিল বাংলাদেশ । তবে ষষ্ঠ ওভার থেকেই উইকেট হারানোর মিছিল শুরু হয়। এক ওভারেই তিন তিনটি উইকেট তুলে নেন বশির আফগান। শেষ পর্যন্ত সর্বোচ্চ চারটি উইকেট তুলে নিয়ে বাংলা শিবিরে মূল ধস নামান তিনিই।

বাংলাদেশের হয়ে এদিন ১৬ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওপেনার আশিকুর রহমান শিবলী। এছাড়া বাকিদের সংগ্রহ এক করলে মোবাইল ডিজিট হিসেবেও চালিয়ে দেওয়া যাবে অনায়াসে।

হাতের নাগালে থাকা ৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আফগানরা। বর্ষণের বলে হেযবুল্লাহ দোরানি ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন। তবে সোহাইল খান জুরমাতির অপরাজিত ৩৩ রানে ভর করে সহজ জয় তুলে নেয় তারা।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ৬৩ রানের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। তবে সিরিজ শুরুর ম্যাচেই আবারো বড় হার।

আহাস/ক্রী/০০৪