
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
পানামার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের পর আর্জেন্টিনার মাঠে ফেরা উদযাপিত হয়েছে । নিজ দেশের মাটিতে পানামার বিপক্ষে আর্জেন্টিনা পেয়েছে ব্যাপক সম্বর্ধনা । ম্যাচে লিওনেল মেসি পেয়েছিলেন ৮০০তম গোলের দেখা ।
বুধবার (২৮ মার্চ) পানামার পর আর্জেন্টিনার প্রতিপক্ষ কুরাসাও । অনেকের কাছেই নামটি অপরিচিত । কুরাসাও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ । ২০২২ সালের ডিসেম্বরে ফিফা র্যাংকিং এ তারা পেয়েছিল ৮৬তম স্থান । ২০২২ সালে আট ম্যাচ খেলেছে তারা । দুবার হেরেছে এশিয়ার দুর্বল শক্তি ইন্দোনেশিয়ার কাছে । ফিফার ২০২ নাম্বার অবস্থানে থাকা আরুবার সাথেও হেরেছে টাইব্রেকারে ।
কুরাসাওয়ের সবচেয়ে বড় সাফল্য ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া, ২০১৯ সালে কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল কুরাসাও।
পানামার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছেন লিওনেল মেসি । তাতে আর্জেন্টিনার অধিনায়কের আন্তর্জাতিক গোলের সংখ্যা ৯৯টি । কুরাসাওয়ের বিপক্ষে একটি গোল পেলেই ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরিরি করবেন মেসি ।
আর্জেন্টাইন সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/ লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
আহাস/ক্রী/০০৬