Download WordPress Themes, Happy Birthday Wishes

এলিটা কিংসলেকে বাংলাদেশের প্রয়োজন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি মার্চের ফিফা উইন্ডোতে তিন জাতির ফুটবল টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ । আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের দুই প্রতিপক্ষ সেসেলস আর ব্রুনাই । টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে সিলেটে ।

আসন্ন তিন জাতির টুর্নামেন্টের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ । এরা হলেন ফর্টিস এফসির মিডফিল্ডার মুজিবুর রহমান জনি, মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ও ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা। দলে ফিরেছেন মিডফিল্ডার রবিউল হাসান, ফরোয়ার্ড এলিটা কিংসলে, ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক শহীদুল আলম সোহেল, মিতুল মারমা ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীব। বাদ পড়েছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, আতিকুর রহমান ফাহাদ ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

এছাড়া দলে ডাকা হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশী এলিটা কিংসলেকে । তিনি ২০২১ সালের সাফে ডাক পেয়েও ফিফা এবং এএফসির প্রয়োজনীয় ছাড়পত্রের অভাবে খেলতে পারেন নি । বাফুফে আশ্বাস দিয়েছে এবার তারা ঝুঁকি নিয়ে হলেও এলিটাকে খেলাবে । কারণ এলিটার খেলার ব্যাপারে ফিফা বা এএফসি’র আপত্তি নেই । তবে অন্য কোন দল এলিটার বিরুদ্ধে অভিযোগ বাফুফে’কে মোকাবেলা করতে হবে । যার জন্য প্রস্তুত বাফুফে । তাই বাংলাদেশের ফুটবল কর্তারা ঝুঁকি নিয়ে হলেও এলিটাকে তিন জাতির আসরে খেলাতে আগ্রহী ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল ভুগছে স্ট্রাইকার সংকটে । শেখ আসলাম , ইমতিয়াজ আহমেদ নকীব আর আলফাজদের পর বাংলাদশ পায় নি কোন ‘জাত স্ট্রাইকার’ । কাঞ্চন আর এনামুলরা চেষ্টা করেছেন । কিন্তু তারাও এখন অতীত । বর্তমানে নাবিব নেওয়াজ জীবনরা সাফল্যের চেয়ে হতাশা উপহার দিচ্ছেন বেশী ।

বাংলাদেশী স্ট্রাইকারদের ব্যর্থতা চোখে পড়ে ঘরোয়া ফুটবলের দিকে তাকালেই । ২০০৭ সালে শুরু হওয়া পেশাদার লিগে একবার মাত্র সেরা গোলদাতা হয়েছেন বাংলাদেশের স্ট্রাইকাররা । সেটাও এক যুগের বেশী সময় আগে । ২০০৯-১০ মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে ২১ গোল করে মৌসুমের সেরা গোলদাতা হয়েছিলেন এনামুল ।

চলতি মৌসুমেও চলছে বিদেশীদের জয় জয়কার । প্রথম পর্ব শেষে ৯ গোল নিয়ে শীর্ষে ব্রাজিলিয়ান ডরিয়েলটন আর সেইন্ট ভিনসেন্টের কমুলাস স্টুয়ার্ট । বাংলাদেশীদের মধ্যে নাবিব নেওয়াজ জীবন আর ফয়সাল আহমেদ ফাহিম করেছেন তিনটি করে গোল । তবে ব্যতিক্রম এলিটা । এই নাইজেরিয়ান বাংলাদেশী করেছেন ১০ ম্যাচে একটি হ্যাট্রিকসহ সাত গোল ।

২০২২ সালে জাতীয় দল আট ম্যাচে পেয়েছিল একটি জয় । সব মিলিয়ে বাংলাদেশ দুইবার প্রতিপক্ষের জালে বল ফেলেছে । তাতে বোঝা যায় , কি নিদারুণ ক্ষরা চলছে বাংলাদেশের গোলের । এলিটা কিংসলে যোগ হলে বাংলাদেশের স্ট্রাইকার সমস্যার সমাধান কিছুটা হলেও আশা করছে সবাই ।

এদিকে , কোচ হুলুয়ান ক্যাবেরেরার অধীনে বাংলাদেশ জাতীয় দল পাড়ি জমিয়েছে সৌদি আরবে । মদিনায় চলছে জামাল ভুঁইয়াদের নিবিড় অনুশীলন । সেখানে একটি অনুশীলন ম্যাচও খেলেছে জামাল ভূঁইয়ারা । শনিবার রাতে (১১ মার্চ) মদীনার ক্লাব উহুদের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাল-সবুজ জার্সিতে মিডফিল্ডার সোহেল রানা ম্যাচের একমাত্র গোলটি করেন।

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজড ডোর মাঠে। ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে অনুশীলন ম্যাচের তথ্য ও ছবি সরবরাহ করেনি। সংশ্লিষ্ট মাধ্যমে ম্যাচটির ফলাফল জানা গেছে। প্রতিপক্ষ উহুদ ক্লাবও ম্যাচটি অনুশীলনের মনোভাব নিয়েই খেলেছে।

আগামী ১৫ মার্চ আফ্রিকার দেশ মালাউইয়ের সঙ্গে বাংলাদেশের ম্যাচ খেলার কথা ছিল। তবে ভিসা জটিলতায় এখনও মালাউই সৌদিতে পৌঁছাতে পারেনি। ফলে মালাউইয়ের সঙ্গে খেলাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মালাউইয়ের সঙ্গে খেলা না হলেও বাংলাদেশ দলকে আরেকটি ম্যাচ খেলার ব্যবস্থা করে দেবে সৌদি ফুটবল ফেডারেশন।

আহাস/ক্রী/০০৪